দক্ষিণ সুদানের প্রেসিডেন্টকে হত্যায় গুপ্তচর পাঠিয়েছিল মিসর
দ. সুদানের প্রেসিডেন্ট সালভা কির মায়ারদিতকে হত্যার যৌথ পরিকল্পনা করেছিল সুদান ও মিসর। এ লক্ষ্য বাস্তবায়নে তিনজন ‘বিপজ্জনক গুপ্তচর’ পাঠিয়েছিল কায়রো। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ষড়যন্ত্রে যুক্ত ছিল। উইকিলিকসের ফাঁস করা তথ্যে এসব কথা জানানো হয়েছে। শুক্রবার সৌদি আরবের ৬০ হাজার গোপন তথ্য ফাঁস করে সংস্থাটি।
আসছে সপ্তাহে মোট পাঁচ লাখ নথি প্রকাশ করবে তারা। ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে সোমবার মিডল ইস্ট আই জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী সউদ আল ফয়সাল সৌদি বাদশাহ ও প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে দক্ষিণ সুদানের নেতা সালভাকে গুপ্তহত্যার পরিকল্পনা জানান। ওই চিঠিতে তারিখ উল্লেখ না থাকলেও জানা গেছে, ২০১১ সালে সুদান থেকে দক্ষিণ সুদান স্বাধীন হওয়ার পর পরই এ পরিকল্পনা করা হয়। নথিতে আরও জানা গেছে, হত্যা পরিকল্পনা বাস্তবায়নে মিসর তার গোয়েন্দা বাহিনী থেকে সবচেয়ে বিপজ্জনক চৌকস তিনজন সদস্যকে খার্তুমে প্রেরণ করে।
No comments