মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা আর নেই
কলকাতায় মাদার তেরেসার ১০১ তম জন্মবার্ষিকীতে মিশনারিজ অব চ্যারিটি হাউসের সুপিরিয়র জেনারেল সিস্টার প্রেমার সঙ্গে সিস্টার নির্মলা (ডানে)। ছবি: এএফপি |
এই ছবিটি ২০০৭ সালের মার্চ মাসে তোলা। কলকাতার দ্য মাদার হাউসে একটি সমাবেশে বক্তব্য দিচ্ছেন সিস্টার নির্মলা। ছবি: এএফপি |
মাদার
তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা আর নেই। আজ মঙ্গলবার সকালে তিনি মারা
গেছেন। কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন মিশনারিজ অব চ্যারিটির প্রধান সিস্টার
নির্মলা।
এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, মিশনারিজ অব চ্যারিটির এক কর্মকর্তা বলেন, মৃত্যুকালে সিস্টার নির্মলার বয়স ছিল ৮১ বছর। কলকাতার শিয়ালদহের সেন্ট জন’স চার্চে সিস্টার নির্মলার মরদেহ রাখা হয়েছে। আগামীকাল তাঁর মরদেহ কলকাতার মাদার হাউসে নেওয়া হবে। তাঁর শেষকৃত্য কাল বিকেলে হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় সিস্টার নির্মলার মৃত্যুতে শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি টুইটারে দেওয়া ওই বার্তায় বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের কল্যাণে সিস্টার নির্মলা তাঁর জীবন উৎসর্গ করেছেন। তিনি তাঁর আত্মার শান্তি কামনা করেন।
টুইটারে দেওয়া এক বার্তায় ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বলেন, সিস্টার নির্মলার মৃত্যুতে তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি নোবেলজয়ী মাদার তেরেসার আদর্শকে সামনে রেখে দরিদ্র মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন।
মাদার তেরেসার মৃত্যুর ছয় মাস আগে ১৯৯৭ সালের ১৩ মার্চ নির্মলা জোশি মিশনারিজ অব চ্যারিটির সুপিরিয়র জেনারেল হিসেবে নির্বাচিত হন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মাদার তেরেসা ও মিশনারিজ অব চ্যারিটিজের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, মিশনারিজ অব চ্যারিটির এক কর্মকর্তা বলেন, মৃত্যুকালে সিস্টার নির্মলার বয়স ছিল ৮১ বছর। কলকাতার শিয়ালদহের সেন্ট জন’স চার্চে সিস্টার নির্মলার মরদেহ রাখা হয়েছে। আগামীকাল তাঁর মরদেহ কলকাতার মাদার হাউসে নেওয়া হবে। তাঁর শেষকৃত্য কাল বিকেলে হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় সিস্টার নির্মলার মৃত্যুতে শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি টুইটারে দেওয়া ওই বার্তায় বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের কল্যাণে সিস্টার নির্মলা তাঁর জীবন উৎসর্গ করেছেন। তিনি তাঁর আত্মার শান্তি কামনা করেন।
টুইটারে দেওয়া এক বার্তায় ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বলেন, সিস্টার নির্মলার মৃত্যুতে তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি নোবেলজয়ী মাদার তেরেসার আদর্শকে সামনে রেখে দরিদ্র মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন।
মাদার তেরেসার মৃত্যুর ছয় মাস আগে ১৯৯৭ সালের ১৩ মার্চ নির্মলা জোশি মিশনারিজ অব চ্যারিটির সুপিরিয়র জেনারেল হিসেবে নির্বাচিত হন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মাদার তেরেসা ও মিশনারিজ অব চ্যারিটিজের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
No comments