নির্বাচনের
বর্ষপূর্তিতে অফিসে বাংলাদেশ পুুলিশ অবরুদ্ধ করে রেখেছে সাবেক
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এক বছর আগে অনুষ্ঠিত
বিতর্কিত নির্বাচনের প্রথম বর্ষপূর্তি ৫ই জানুয়ারি। এ নির্বাচন বর্জন
করেছিল বিএনপি। এ উপলক্ষে পুলিশ তাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে।
তাকে কার্যালয়েই রাত কাটাতে বাধ্য করা হয়েছে। বার্তা সংস্থা পিটিআই এ কথর
বলেছে। ওই নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যায়িত করে সাবেক এই
প্রধানমন্ত্রী তা বর্জন করেছিলেন। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত তার
গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। তার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস
সাংবাদিকদের বলেছেন, খালেদা জিয়াকে অফিস ত্যাগ করতে বাধা সৃষ্টি করেছে
পুলিশ। তার ইচ্ছার বিরুদ্ধে তাকে পুলিশ সেখানে আটকে রেখেছে। এক বছর আগের ওই
নির্বাচনকে বিএনপি বর্জন করেছিল। তাদের দাবি ছিল ওই নির্বাচন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কারসাজি ছিল। এ দলটি ৫ই জানুয়ারি
‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের কর্মসূচি ঘোষণা করেছে। ওই রিপোর্টে আরও বলা
হয়, বিএনপির গুলশানের অফিসে যাওয়ার রাস্তার দু’দিকে পুলিশের কমপক্ষে দুটি
বড় ট্রাক দিয়ে তা বিচ্ছিন্ন করা হয়েছে। কাছাকাছি অবস্থান করছে সশস্ত্র
ট্রাক, জল কামান ও র্যাবের সদস্যরা। শনিবার দিবাগত রাতে একই রকম ঘটনা
ঘটেছে নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে। পুলিশ সেখানে তালা ঝুলিয়ে
দিয়েছে। এর আগে ওই অফিস থেকে সব নেতাকর্মীকে সরিয়ে দেয়া হয়। তুলে নিয়ে যায়
বিএনপির য্গ্মু মহাসচিব রুহুল কবির রিজভিকে। পুলিশ তাকে একটি বেসরকারি
হাসপাতালে নিয়ে গেছে। সেখানে তাকে পেটের সমস্যার চিকিৎসা দেয়া হচ্ছিল। এর
মধ্য দিয়ে বিএনপির দুটি অফিসই অবরুদ্ধ হয়ে পড়েছে। রোববার সকালের দিকে পুলিশ
উত্তরায় অবস্থিত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
বাসা ঘেরাও করে। নয়া পল্টনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বিশাল
জনসভাকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটছে। ওদিকে ৫ই জানুয়ারি আওয়ামী লীগও রাজপথে
থাকার ঘোষণা দিয়েছে। এতে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
No comments