৫ মিনিটে সূর্যের ১,৫০০ ছবি তুলবে নাসার মহাকাশযান
মাত্র ৫ মিনিটে ১ হাজার ৫০০ ছবি তুলতে সক্ষম একটি মহাকাশযান আজ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। প্রতি সেকেন্ডে ৫টি ছবি তুলতে সক্ষম যানটি। সর্বাধুনিক প্রযুক্তিসমূহের সমন্বয়ে তৈরি করা হয়েছে এ নভোযানটি। র্যাপিড অ্যাকুইজিশন ইমেজিং স্পেক্টোগ্রাফ এক্সপেরিমেন্ট (আরএআইএসই) মিশনটি সূর্যের সবচেয়ে সক্রিয় এলাকাসমূহের কাছে এক সেকেন্ডের বিভিন্ন ভাগে যে সূক্ষ্মাতিসূক্ষ্ম পরিবর্তনগুলো ঘটে, সেগুলো বিশেষভাবে ক্যামেরায় ধারণ করবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। নাসার এক বিবৃতিতে বলা হয়েছে, এ এলাকাগুলোয় তীব্র ও জটিল চৌম্বকক্ষেত্র রয়েছে, যা সূর্যে বড় ধরনের অগ্ন্যুৎপাত সৃষ্টি করতে পারে। শক্তিশালী এ চৌম্বকক্ষেত্রগুলো থেকে সবদিকেই শক্তি ও কণিকা প্রবল বেগে বিচ্ছুরিত হয়। মিশনটি সফলভাবে সম্পন্ন হলে, সূর্য নিয়ে গবেষণায় বড় ধরনের অগ্রগতি অর্জিত হতে পারে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের ল্যাস ক্রুসেস অঞ্চলের কাছে অবস্থিত হোয়াইট স্যান্ডস মিসাইল রেঞ্জ থেকে ইস্টার্ন স্ট্যান্ডার্ড সময় দুপুর ২টা ৭ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে নাসার।
No comments