‘সেনাবাহিনীকে নিয়ে ফাউল খেলবেন না’
সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি
হাসান সোহরাওয়ার্দী বৃটিশ দৈনিক মিররে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে বলেছেন,
সেনা বাহিনীকে নিয়ে ফাউল খেলবেন না।
ফাউল খেললে নিজের ওপর
পড়ার সম্ভাবনা থাকে। বিকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে
আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সাভারের রানা প্লাজা ধসের ১৭ দিন পর
রেশমা উদ্ধারকে ‘সাজানো’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে মিরর ও ডেইলি
মেইল। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের সংবাদপত্রও প্রতিবেদন প্রকাশ
করে। এ বিষয়ে অবস্থান স্পষ্ট করতে আজ পৃথক দুটি সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে জিওসি বলেন, সেনাবাহিনী কচু পাতার পানি নয়। আমাদের রয়েছে ৪৮
বছরের ঐতিহ্য। বিদেশী কোন পত্রিকার কথায় অল্পতেই তা ধংস হয়ে যাবে না। তিনি
বলেন, যারা রেশনা উদ্ধারকে সাজানো নাটক বলছেন তারা আসলে ষড়যন্ত্রকারী।
No comments