দিল্লি গণধর্ষণ-হত্যা মামলা-আঠারোতে পা দিল ষষ্ঠ আসামি
দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যা
মামলার ষষ্ঠ আসামি গত মঙ্গলবার ১৮ বছর বয়সে পা দিয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায়
এত দিন তাকে অভিযুক্ত করা যায়নি। এবার কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে
অভিযুক্ত করে বিচার শুরু করতে পারবে।
ওই আসামির ঘনিষ্ঠ এক সূত্র এ কথা জানায়। তবে এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
স্কুলে ভর্তির সনদ অনুযায়ী, ঘটনার সময় ষষ্ঠ আসামির বয়স ছিল ১৭ বছর ছয় মাস ১১ দিন। এ জন্য তার বিচার চলছিল কিশোর বিচার বোর্ডে (জেজেবি)। ওই সময় বিচার করা হলে ষষ্ঠ আসামির সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতো। তবে সাবালক হওয়ায় এবার তার বিচার প্রচলিত আদালতেই করা যাবে। গ্রেপ্তারের পর থেকেই ষষ্ঠ আসামিকে উত্তর দিল্লির তিমারপুরের সংশোধন কেন্দ্র প্যালেস অব সেফটিতে রাখা হয়েছে। গত ১৬ ডিসেম্বর চলন্ত বাসে ২৩ বছর বয়সী ওই তরুণী গণধর্ষণের শিকার হন। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সূত্র : হিন্দুস্তান টাইমস।
স্কুলে ভর্তির সনদ অনুযায়ী, ঘটনার সময় ষষ্ঠ আসামির বয়স ছিল ১৭ বছর ছয় মাস ১১ দিন। এ জন্য তার বিচার চলছিল কিশোর বিচার বোর্ডে (জেজেবি)। ওই সময় বিচার করা হলে ষষ্ঠ আসামির সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতো। তবে সাবালক হওয়ায় এবার তার বিচার প্রচলিত আদালতেই করা যাবে। গ্রেপ্তারের পর থেকেই ষষ্ঠ আসামিকে উত্তর দিল্লির তিমারপুরের সংশোধন কেন্দ্র প্যালেস অব সেফটিতে রাখা হয়েছে। গত ১৬ ডিসেম্বর চলন্ত বাসে ২৩ বছর বয়সী ওই তরুণী গণধর্ষণের শিকার হন। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সূত্র : হিন্দুস্তান টাইমস।
No comments