৩১ ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকের শাখায় অটোমেশন পদ্ধতি
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সকল ব্যাংকের শাখায় অটোমেশন পদ্ধতি চালু করার জন্য ডেড লাইন বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উপলৰে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সাকর্ুলার প্রকাশ করে সংশিস্নষ্ট ব্যাংকগুলোতে পাঠিয়ে দেয়া হয়েছে।
ব্যাংকিং কার্যক্রমে আরও গতিশীলতা ফিরিয়ে আনা, অনিয়ম- দুনর্ীতি এবং খেলাপীদের চিহ্নিত করার ৰেত্রে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।সাকর্ুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোর সকল ব্রাঞ্চের সেবায় গতিশীলতা আনার লৰ্যে বাংলাদেশ ব্যাংক এ ধরনের নির্দেশ দিয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যাংকগুলোকে তাদের অটোমেশন কার্যক্রমের সার্বিক বিষয় সম্পর্কে ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।
ব্যাংক থেকে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ডাটা সেন্টার স্থাপন করেছে। এরই ধারাবাহিকতায় সকল ব্যাংকে এ বছরের মধ্যেই কম্পিউটারাইজড পদ্ধতিসহ অটোমেশন কার্যক্রম চালু করার নির্দেশও দিয়েছে। এ পদ্ধতি চালু করা হলে লেনদেনসহ সার্বিক বিষয়ে খুব তাড়াতাড়ি সম্পন্ন করা যাবে। যে কাজ করতে তিন থেকে চার দিন সময় লাগত, ওই একই কাজ মাত্র দু'ঘণ্টার মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে।
No comments