ফেব্রুয়ারিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
জুরিবোর্ডের মনোনয়নের পর গত সোমবার তথ্য মন্ত্রণালয় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১’-এর জন্য নির্বাচিত ব্যক্তিদের নাম চূড়ান্ত করেছে। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলা সেরা ছবিসহ ছয়টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে।
দু-এক দিনের মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সেভাবে প্রস্তুতিও নেওয়া হচ্ছে।’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার আজীবন সম্মাননা পাচ্ছেন রাজ্জাক। সেরা ছবি গেরিলা ছাড়াও অন্যান্য বিভাগের জন্য পুরস্কারপ্রাপ্তরা হলেন: পরিচালক নাসির উদ্দীন ইউসুফ (গেরিলা), কাহিনি মুহম্মদ জাফর ইকবাল (আমার বন্ধু রাশেদ), সংলাপ নাসির উদ্দীন ইউসুফ ও এবাদুর রহমান (গেরিলা), অভিনেতা ফেরদৌস (কুসুম কুসুম প্রেম), অভিনেত্রী জয়া আহসান (গেরিলা), সহ-অভিনেতা আলমগীর (কে আপন কে পর), সহ-অভিনেত্রী ববিতা (কে আপন কে পর), খলনায়ক শতাব্দী ওয়াদুদ (গেরিলা) ও মিশা সওদাগর (বস নাম্বার ওয়ান), গীতিকার শফিক তুহিন (প্রজাপতি), সুরকার ইমন সাহা (কুসুম কুসুম প্রেম), সংগীত পরিচালক হাবিব (প্রজাপতি), সংগীতশিল্পী (পুরুষ) কুমার বিশ্বজিৎ (মা আমার চোখের মণি), সংগীতশিল্পী (নারী) ন্যান্সি (প্রজাপতি)।পোশাক পরিকল্পনা শিমূল ইউসুফ (গেরিলা), রূপসজ্জা মো. আলী বাবুল (গেরিলা), শিল্প নির্দেশনা অনিমেষ আইচ (গেরিলা), চিত্রগ্রাহক অপু রোজারিও (আমার বন্ধু রাশেদ), শিশুশিল্পী সেমন্তী (খণ্ডযুদ্ধ ’৭১), প্রামাণ্যচিত্র আলবদর ও লোকনায়ক কাঙাল হরিনাথ।
No comments