সম্পাদক সমীপে- বিদু্যতের জন্য
আমরা হাজারীবাগ থানাধীন সিকদার মেডিক্যাল সংলগ্ন বারৈখালী মৌজা এবং শ্রীখ- (আংশিক) মৌজার জমির মালিকরা ঢাকা শহর রৰা বেড়িবাঁধের পূর্ব প্রানত্ম থেকে পশ্চিম প্রানত্ম পর্যনত্ম ৭০০/৮০০ ফুট লম্বা রাসত্মা নিজেদের উদ্যোগে নির্মাণ করেছে।
রাসত্মা নির্মাণের প্রেৰিতে কতিপয় জমির মালিক তাদের জমির মধ্যে বাড়িঘর নির্মাণ করেছে এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। বাড়ির মালিকদের ছেলেমেয়েরা স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। বারৈখালী ও শ্রীখ- (আংশিক) মৌজায় একটি মাদ্রাসা, একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। জমির মালিকদের সনত্মানরা মাদ্রাসায় ধমর্ীয় শিৰা গ্রহণ করছে, মুসলিস্নরা মসজিদে নামাজ আদায় করছেন। বিদু্যতের অভাবে অত্র এলাকায় বসবাসকারীদের ছেলেমেয়েদের লেখাপড়ার ৰতি হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানেরও ৰতি হচ্ছে, যা থেকে ডিপিডিসি'র বহু রাজস্ব আদায় হবে।এমতাবস্থায় ঢাকা শহর রৰা বেড়িবাঁধের পূর্ব প্রানত্ম থেকে পশ্চিম প্রানত্ম পর্যনত্ম প্রায় ৭০০/৮০০ ফুট বিদু্যত লাইনের খুঁটি স্থাপন করে বিদু্যত সংযোগ প্রদান করিতে মর্জি হয়। এতে অত্র এলাকার জনগণ উপকৃত হবে এবং সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে।
আবদুস ছাত্তার, বাড়ৈখালী, হাজারীবাগ, ঢাকা।
No comments