ওয়াকওয়ে নির্মাণে বাধা-পুলিশের সক্রিয়তা কাম্য

কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ কাজ সিটি করপোরেশনের এক কাউন্সিলর ও তার ভাইয়ের বাধার মুখে থমকে আছে। বিআইডবি্লউটিএ অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের দ্বারস্থ হয়েও তাদের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপের দেখা পায়নি।


বরং তিনদিন আগে এ ব্যাপারে বিআইডবি্লউটিএ কর্তৃপক্ষ থানায় এজাহার দায়ের করার পরও সেটাকে বিধিবদ্ধ মামলা হিসেবে গ্রহণ করেনি সিদ্ধিরগঞ্জ থানা। এ কারণে শীতলক্ষ্যা নদীকে অবৈধ দখলদারমুক্ত করার প্রক্রিয়া হোঁচট খাচ্ছে। এ ব্যাপারে বুধবার সমকালের রাজধানীর উপকণ্ঠ পাতায় 'বিআইডবি্লউটিএর মামলা নিচ্ছে না পুলিশ' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে অবৈধ দখলদারদের ওই নির্বাচনী এলাকার সাংসদের ঘনিষ্ঠজন হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এ কারণেই থানা সরকারি একটি করপোরেশনের আইনানুগ মামলা গ্রহণেও গড়িমসি করছে। অথচ পুলিশের দায়িত্ব হলো জনগণ ও রাষ্ট্রের সম্পদের হেফাজত করা। কিন্তু এখানে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীকে পরিবেশ সংরক্ষণ তথা জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতাশালীদের পায়রবি করতে দেখা যাচ্ছে। দেশের নদী, খাল-বিল তথা জলাভূমিকে অবৈধ দখলদারমুক্ত করার পক্ষে উচ্চ আদালদের রায় রয়েছে। ওই রায়ের আলোকে সরকার একটি নির্দেশিকা জারি করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীগুলোর ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষের উচিত এসব জাতীয় স্বার্থের পক্ষে করা উচ্চ আদালতের রায় ও সরকারি নির্দেশনা সম্পর্কে অধস্তনদের যথাযথভাবে অবহিত করা। কিন্তু আমাদের এখানে অধিকাংশ ক্ষেত্রেই এই অতি আবশ্যকীয় কর্তব্যকর্মটি ঊর্ধ্বতনরা করেন না বললেই চলে। ফলে থানা পর্যায়ের কর্মকর্তারা কোন কাজটি করা ঠিক আর কোনটি করা ঠিক নয়_ এটাই বুঝে উঠতে পারেন না অনেক সময়। ফলে ব্যক্তি, প্রতিষ্ঠান, এমনকি রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হয় কখনও কখনও। কাঁচপুর সেতুর নিচে ওয়াকওয়ে নির্মাণ করার জন্য সেখানকার শীতলক্ষ্যা নদীর তীরকে অবৈধ দখলদারমুক্ত করার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে আদালতের রায় ও সরকারি নির্দেশিকা। সিদ্ধিরগঞ্জ থানা এ ব্যাপারে বিআইডবি্লউটিএর দায়ের করা এজাহারটিকে বিধিবদ্ধ মামলা হিসেবে গ্রহণ করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি। অবৈধ দখলদাররা যত শক্তিশালীই হোন না কেন জাতীয় স্বার্থের বিরুদ্ধে গেলে তাদেরও যে রেয়াত দেওয়া হবে না সেটা পুলিশ বাহিনীকে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে।

No comments

Powered by Blogger.