এক মঞ্চে হাবিবের সাথে পড়শী
হাবিব ও পড়শী সময়ের আলোচিত দুই কণ্ঠশিল্পী। হাবিবের গানের ভীষণ ভক্ত পড়শী। অন্যদিকে পড়শীর কণ্ঠ পছন্দ হাবিবের। দুজনের একসঙ্গে কাজ করা হয়ে উঠেনি এখনো। তবে আজ প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে তাঁদের। রাতে নারায়ণগঞ্জ ক্লাবের এক অনুষ্ঠানে গাইবেন তাঁরা। তাঁদের সঙ্গে আরো গাইবেন ফেরদৌস ওয়াহিদ।
তিনি বলেন, 'অনুষ্ঠানে আমার পাশাপাশি গান পরিবেশন করবে হাবিব ও পড়শী। আশা করি, তিন প্রজন্মের তিন শিল্পীর এ অনুষ্ঠান শ্রোতারা ভালোই উপভোগ করবেন।' অনুষ্ঠান শুরু হবে রাত ৮টায়। চলবে ১২টা পর্যন্ত। অনুষ্ঠান প্রসঙ্গে পড়শী বলেন, 'হাবিব ভাইয়ের গান আমার অনেক পছন্দ। আজ তাঁর সঙ্গে একই মঞ্চে গাইব! এটা আমার জন্য অনেক আনন্দের।' অনুষ্ঠানে নিজেদের পছন্দের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন ফেরদৌস ওয়াহিদ, হাবিব ও পড়শী।
উল্লেখ্য, ফেরদৌস ওয়াহিদের 'কুসুমপুরের গল্প' চলচ্চিত্রে এই তিন শিল্পীই কণ্ঠ দিয়েছেন। 'কুসুমপুরের গল্প' চলচ্চিত্রের অডিও অ্যালবাম এখন বাজারে।
No comments