বাংলাদেশের পাকিস্তান সফর-ভারতকে নিয়ে সন্দেহ পাকিস্তানিদের

ন্দেহটা পুরনো, কেউ কেউ বলেন চিরদিনের। ভারতকে নিয়ে পাকিস্তানের অবিশ্বাসটা এবার বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়েও দানা বেঁধেছে। এপ্রিলে পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ, এর আগে জানুয়ারিতে একটি নিরাপত্তাবিষয়ক প্রতিনিধি দল পাঠাবে বিসিবি। তাদের সুপারিশ পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে পাকিস্তানের একটি বদনাম ঘোচাতে যাবে বাংলাদেশ। ২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী


হামলার পর সব দল যেখানে পাকিস্তান সফর বয়কট করেছে, সেখানে বাংলাদেশ গিয়ে পাকিস্তানের ইমেজ রক্ষা করবে। কিছুদিন আগে ঢাকায় আসা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামালকে পাশে বসিয়ে এমনই ঘোষণা দিয়ে গেছেন; কিন্তু তার এই কথা কিংবা বাংলাদেশের প্রতিশ্রুতির ওপর ভরসা রাখতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। জহির আব্বাসের মতো ক্রিকেটার মনে করেন, বাংলাদেশকে পাকিস্তানে আসতে বাধা দেবে ভারত। 'আমার ধারণা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর ভারতের একটি প্রচ্ছন্ন হাত রয়েছে। যে কারণে বাংলাদেশ তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এপ্রিলে পাকিস্তান নাও আসতে পারে। বাংলাদেশ আইসিসির ভাইস প্রেসিডেন্ট পদে পাকিস্তানের সমর্থন পেয়ে গেছে। এখন তারা যদি সফর বয়কটও করে তাহলে পিসিবির কিছুই করার থাকবে না।' গতকাল পাকিস্তানের একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই ভারতের দিকে সন্দেহের আঙুল তুলেছেন জহির আব্বাস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর ভারতীয় বোর্ডের যে একটা সুসম্পর্ক আছে, সেটা জানা আছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। বিশ্বকাপের উদ্বোধনসহ গুরুত্বপূর্ণ অনেকগুলো ম্যাচ বাংলাদেশে রাখার ব্যাপারে ভারতের একটা ভূমিকা ছিল। তা ছাড়া বাংলাদেশের ক্রিকেট বাজার ধরার জন্য অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এ দেশে আয়োজনের পক্ষে ভারত। মার্চে এশিয়া কাপ বাংলাদেশে হওয়াটা সে সুসম্পর্কেরই একটি উদাহরণ। বিসিবির সঙ্গে ভারতীয় বোর্ডের এ সম্পর্কের ভয়টা পিসিবিরও রয়েছে। এর আগে বিডিআর বিদ্রোহের পর যখন পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারার কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তখনও ভারতকেই দায়ী করেছিল পাকিস্তান। এমনকি বয়সভিত্তিক দলও বাংলাদেশে পাঠায়নি তারা। তবে বিশ্বকাপের সময় থেকেই দু'দেশের সম্পর্ক উন্নতি হতে থাকে। সে কারণেই এবারের ঢাকা সফরে পিসিবি চেয়ারম্যান বিসিবির কাছ থেকে একটি লিখিত চুক্তি স্বাক্ষর করে নিয়ে গেছেন বলে শোনা যায়।
তবে এসবে বিশ্বাস করছেন না রশিদ লতিফের মতো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। তিনি মনে করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমনকি শ্রীলংকাও ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে বাঁধা পড়ে আছে। 'কোনো আন্তর্জাতিক দলের পাকিস্তান সফরে আসাটা আমাদের জন্য খুবই জরুরি। দেখা যাক, বাংলাদেশ আমাদের এখানে আসে কি-না? কেননা আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করেছি, বাংলাদেশের প্রার্থীকে আইসিসির ভাইস প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দিয়েছি। এখন বাংলাদেশের প্রতিশ্রুতি রক্ষার পালা; কিন্তু আমি এটা নিয়ে খুব সন্দেহে আছি। কারণটা অবশ্যই ভারত। আমরা জানি, বাংলাদেশ এবং শ্রীলংকা বোর্ডের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থনৈতিক একটি সম্পর্ক রয়েছে। ওই দুটি বোর্ড ভারত থেকে অনেক বাড়তি সুবিধা পাচ্ছে। সুতরাং ভারতের ইচ্ছা ছাড়া কেউ পাকিস্তানে আসবে না। সত্যি কথা বলতে কী, ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশের পাকিস্তানে আসাটা এক রকম অনিশ্চিত।'

No comments

Powered by Blogger.