অল্প খরচে ঢাকা-সিঙ্গাপুর রুটে ভ্রমণের সুযোগ
অল্প খরচে ঢাকা-সিঙ্গাপুর রুটে ভ্রমণের সুযোগ করে দিল টাইগার এয়ারওয়েজ। এ লক্ষ্যে সরাসরি সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট চালু করছে এয়ারলাইনসটি। বুধবার এ-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছে চ্যানেলনিউজএশিয়া। সিঙ্গাপুরভিত্তিক এয়ারলাইনসটি জানায়, ২০১২ সালের ৯ মার্চ এই রুটে ফ্লাইট শুরু হবে। দক্ষিণ এশীয় অঞ্চলে ঢাকায় প্রথম স্বল্প ভাড়ার ফ্লাইট চালু করার ঘোষণা দিল টাইগার এয়ারওয়েজ।
এয়ারলাইনসটি জানিয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় শহর ঢাকা দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠেছে। টাইগার এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক স্টুয়ার্ট অ্যাডামস বলেন, 'বাংলাদেশে ঢাকাই আমাদের প্রথম গন্তব্য।
এ সেবা চালুর মধ্য দিয়ে ঢাকা ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও ভোক্তাদের ভ্রমণ_উভয়ই বেড়ে যাওয়ার সুযোগ তৈরি হলো।' কেবল ঢাকায় আসার (সিঙ্গাপুর-ঢাকা) টিকিট প্রচারমূলক বিশেষ ছাড়ে মাত্র ১০০ সিঙ্গাপুরি ডলার (প্রায় ছয় হাজার ২০০ টাকা) দিয়ে পাওয়া যাবে। এ সুযোগ ২০১২ সালের ৯ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।
No comments