‘যুক্তরাষ্ট্র তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধ করলে...’
তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং জেওউ বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের কাছে অস্ত্র বিক্রি বন্ধের অঙ্গীকার করলে তাইওয়ানকে লক্ষ্য করে চীন তার ক্ষেপণাস্ত্র হুমকি (টার্গেট) বন্ধ করতে পারে। আর এ ব্যাপারে মার্কিন দূতের সঙ্গে একটি চুক্তির জন্য প্রস্তাব দেবেন তিনি।
বিশ্বজুড়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনৈতিক গোপন তারবার্তায় এ তথ্য পাওয়া গেছে।
তারবার্তায় দেখা যায়, প্রেসিডেন্ট মা ইং জেওউ ২০০৯ সালে এ কথা বলেন। তিনি জানান, তাইওয়ানে আমেরিকান ইনস্টিটিউটের পরিচালক স্টিফেন ইয়াংয়ের কাছে সম্ভাব্য চুক্তির প্রস্তাব দেবেন তিনি।
প্রেসিডেন্ট মা ইং বলেন, চীন তার সামরিক শক্তি বাড়িয়েই চলেছে। দেশটি এক হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র তাইওয়ানকে লক্ষ্য করে মোতায়েন করে রেখেছে।
যুক্তরাষ্ট্র তাইওয়ান সম্পর্কে চীনের অবস্থান সমর্থন করলেও তাইপের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে। তাইওয়ানকে নিজের ভূখণ্ড মনে করে চীন। চীনের সঙ্গে একীভূত করতে প্রয়োজনে শক্তি প্রয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে বেইজিংয়ের।
বিশ্বজুড়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনৈতিক গোপন তারবার্তায় এ তথ্য পাওয়া গেছে।
তারবার্তায় দেখা যায়, প্রেসিডেন্ট মা ইং জেওউ ২০০৯ সালে এ কথা বলেন। তিনি জানান, তাইওয়ানে আমেরিকান ইনস্টিটিউটের পরিচালক স্টিফেন ইয়াংয়ের কাছে সম্ভাব্য চুক্তির প্রস্তাব দেবেন তিনি।
প্রেসিডেন্ট মা ইং বলেন, চীন তার সামরিক শক্তি বাড়িয়েই চলেছে। দেশটি এক হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র তাইওয়ানকে লক্ষ্য করে মোতায়েন করে রেখেছে।
যুক্তরাষ্ট্র তাইওয়ান সম্পর্কে চীনের অবস্থান সমর্থন করলেও তাইপের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে। তাইওয়ানকে নিজের ভূখণ্ড মনে করে চীন। চীনের সঙ্গে একীভূত করতে প্রয়োজনে শক্তি প্রয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে বেইজিংয়ের।
No comments