ডিসেম্বরে আসছে পাকিস্তান
আগামী ডিসেম্বরে পাকিস্তানের বাংলাদেশ সফরে আসা অনেকটা নিশ্চিতই ছিল। তবে এর আগে বার দুয়েক সিরিজটা বাতিল হওয়ায় একটু শঙ্কাও যে ছিল না, তা নয়। পিটিআইয়ের খবর, এবার পাকিস্তান আসছেই। বিসিবির পাঠানো সম্ভাব্য সফরসূচিতে সম্মতিও জানিয়েছে পিসিবি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মতো ওই সিরিজেও তিন ওয়ানডে ও দুই টেস্টের পাশাপাশি থাকছে একটি টি-টোয়েন্টি। সিরিজটি আসলে হওয়ার কথা ছিল ২০০৯ সালে। কিন্তু বিডিআর বিদ্রোহের কারণে সফরটা হয়নি। গত বছর আবার আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি, কিন্তু অপারগতা জানায় পিসিবি। অবশেষে এবার হচ্ছে সিরিজটা।
No comments