লড়াই করছে শ্রীলঙ্কা
১৯৮৫ সালের ১১ সেপ্টেম্বর। কলম্বোর পি সারা ওভালে কপিল দেবের ভারতকে হারিয়ে টেস্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল শ্রীলঙ্কা। ৯ উইকেট নিয়ে ওই ম্যাচ জয়ের নায়ক রুমেশ রত্নায়েকে এখন শ্রীলঙ্কার ড্রেসিংরুমে। প্রথম জয়ের ২৬ বছর পূর্তিতে শিষ্যদের সেই বীরত্বের কাহিনি শুনিয়ে থাকবেন শ্রীলঙ্কা কোচ। চাপের মাঝে কাল দারুণ ব্যাটিং করল লঙ্কানরা।
আবহাওয়ার আশীর্বাদও ছিল যথারীতি। নিষ্প্রাণ উইকেটে মাথা কুটে মরেছেন অস্ট্রেলিয়ার বোলাররা। সব মিলিয়ে তৃতীয় দিন শেষে যাদের হাতছানি দিচ্ছিল পরাজয়, চতুর্থ দিন শেষে তারাই এখন ম্যাচ বাঁচানোর মতো অবস্থায়। মাত্র ১৪ রান পিছিয়ে আছে শ্রীলঙ্কা, হাতে ৮ উইকেট। জমে গেছে সাঙ্গাকারা-জয়াবর্ধনের জুটি। আজ শেষ দিনেও পুরো খেলা হবে না, একরকম নিশ্চিতই বলে দেওয়া যায়। জিততে হলে তাই দারুণ কিছু করতে হবে অস্ট্রেলিয়াকে।
আগের তিন দিনের ধারা মেনে কাল আলোকস্বল্পতার কারণে খেলা শেষ হয়েছে ১৯ ওভার আগে। সব মিলিয়ে চার দিনে বাজে আবহাওয়ার কারণে খেলা হতে পারেনি প্রায় ১০০ ওভার। ৭ উইকেটে ৪১১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। আবহাওয়ার গতিবিধি বুঝতে পেরেই হয়তো কাল আর ব্যাটিং করার ঝুঁকি নেননি মাইকেল ক্লার্ক। ২৩৭ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করেন। শন মার্শ ও ফিলিপ হিউজের সঙ্গে জায়গা নিয়ে লড়াইয়ে নিজেকে প্রমাণের সুযোগই পেলেন না উসমান খাজা। অপরাজিত থেকে গেছেন ৬ রানে।
শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ানোর শুরু উদ্বোধনী জুটি থেকেই। হ্যাটট্রিক শূন্যের সামনে থাকা থারাঙ্গা পারানাভিতানা ব্যাটিং করেছেন চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায়। শট খেলার লোভ সামলে যথেষ্ট সংযত হয়ে খেলেছেন তিলকরত্নে দিলশান। ৮১ রানের জুটির পর আউট হয়েছেন অবশ্য ‘দিলশানীয়’ ভঙ্গিতেই, রায়ান হ্যারিসের অফ স্টাম্পের বেশ বাইরের বল তাড়া করে স্লিপে শেন ওয়াটসনের হাতে বন্দী।
জমে গিয়েছিল পারানাভিতানা-সাঙ্গাকারার জুটিটাও। মাইকেল ক্লার্কের ‘গোল্ডেন আর্ম’ মাইক হাসি ভেঙেছেন এই জুটি। প্রথম ইনিংসের মতো কালও উইকেট পেয়েছেন প্রথম ওভারে। এবার অবশ্য সাঙ্গাকারা নন, তাঁর সঙ্গী পারানাভিতানা শিকার হাসির স্লো মিডিয়াম পেসের। ১৯৪ মিনিটে ৫৫ রানের ইনিংসটা শেষ হয়েছে অবশ্য বিতর্কিতভাবে। কট বিহাইন্ডের আবেদনে মাঠের আম্পায়ার সাড়া না দিলে রিভিউ চায় অস্ট্রেলিয়া। রিপ্লেতেও পরিষ্কার বোঝা যায়নি, তবে সামান্য শব্দ পেয়েই আউট দিয়ে দেন তৃতীয় আম্পায়ার সাবির তারাপোরে।
বাকি দিনটা নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন সাঙ্গাকারা-জয়াবর্ধনে। অস্ট্রেলিয়া তাকিয়ে আছে দ্বিতীয় নতুন বলের দিকে। আজ ১ ওভার পর পেতে যাওয়া নতুন বলটাই ভরসা ক্লার্কদের। ওয়েবসাইট।
জুটি
২৩ বার ফিফটি জুটি গড়লেন জয়াবর্ধনে-সাঙ্গাকারা, পেছনে ফেললেন পন্টিং-হেইডেন জুটিকে। সবার ওপরে হেইডেন-ল্যাঙ্গার (২৮)।
আবহাওয়ার আশীর্বাদও ছিল যথারীতি। নিষ্প্রাণ উইকেটে মাথা কুটে মরেছেন অস্ট্রেলিয়ার বোলাররা। সব মিলিয়ে তৃতীয় দিন শেষে যাদের হাতছানি দিচ্ছিল পরাজয়, চতুর্থ দিন শেষে তারাই এখন ম্যাচ বাঁচানোর মতো অবস্থায়। মাত্র ১৪ রান পিছিয়ে আছে শ্রীলঙ্কা, হাতে ৮ উইকেট। জমে গেছে সাঙ্গাকারা-জয়াবর্ধনের জুটি। আজ শেষ দিনেও পুরো খেলা হবে না, একরকম নিশ্চিতই বলে দেওয়া যায়। জিততে হলে তাই দারুণ কিছু করতে হবে অস্ট্রেলিয়াকে।
আগের তিন দিনের ধারা মেনে কাল আলোকস্বল্পতার কারণে খেলা শেষ হয়েছে ১৯ ওভার আগে। সব মিলিয়ে চার দিনে বাজে আবহাওয়ার কারণে খেলা হতে পারেনি প্রায় ১০০ ওভার। ৭ উইকেটে ৪১১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। আবহাওয়ার গতিবিধি বুঝতে পেরেই হয়তো কাল আর ব্যাটিং করার ঝুঁকি নেননি মাইকেল ক্লার্ক। ২৩৭ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করেন। শন মার্শ ও ফিলিপ হিউজের সঙ্গে জায়গা নিয়ে লড়াইয়ে নিজেকে প্রমাণের সুযোগই পেলেন না উসমান খাজা। অপরাজিত থেকে গেছেন ৬ রানে।
শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ানোর শুরু উদ্বোধনী জুটি থেকেই। হ্যাটট্রিক শূন্যের সামনে থাকা থারাঙ্গা পারানাভিতানা ব্যাটিং করেছেন চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায়। শট খেলার লোভ সামলে যথেষ্ট সংযত হয়ে খেলেছেন তিলকরত্নে দিলশান। ৮১ রানের জুটির পর আউট হয়েছেন অবশ্য ‘দিলশানীয়’ ভঙ্গিতেই, রায়ান হ্যারিসের অফ স্টাম্পের বেশ বাইরের বল তাড়া করে স্লিপে শেন ওয়াটসনের হাতে বন্দী।
জমে গিয়েছিল পারানাভিতানা-সাঙ্গাকারার জুটিটাও। মাইকেল ক্লার্কের ‘গোল্ডেন আর্ম’ মাইক হাসি ভেঙেছেন এই জুটি। প্রথম ইনিংসের মতো কালও উইকেট পেয়েছেন প্রথম ওভারে। এবার অবশ্য সাঙ্গাকারা নন, তাঁর সঙ্গী পারানাভিতানা শিকার হাসির স্লো মিডিয়াম পেসের। ১৯৪ মিনিটে ৫৫ রানের ইনিংসটা শেষ হয়েছে অবশ্য বিতর্কিতভাবে। কট বিহাইন্ডের আবেদনে মাঠের আম্পায়ার সাড়া না দিলে রিভিউ চায় অস্ট্রেলিয়া। রিপ্লেতেও পরিষ্কার বোঝা যায়নি, তবে সামান্য শব্দ পেয়েই আউট দিয়ে দেন তৃতীয় আম্পায়ার সাবির তারাপোরে।
বাকি দিনটা নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন সাঙ্গাকারা-জয়াবর্ধনে। অস্ট্রেলিয়া তাকিয়ে আছে দ্বিতীয় নতুন বলের দিকে। আজ ১ ওভার পর পেতে যাওয়া নতুন বলটাই ভরসা ক্লার্কদের। ওয়েবসাইট।
জুটি
২৩ বার ফিফটি জুটি গড়লেন জয়াবর্ধনে-সাঙ্গাকারা, পেছনে ফেললেন পন্টিং-হেইডেন জুটিকে। সবার ওপরে হেইডেন-ল্যাঙ্গার (২৮)।
No comments