অনূর্ধ্ব-১৯ দলের আট ফুটবলারকে বহিষ্কার
লেবাননের বিপক্ষে ম্যাচের আগে মানিকগঞ্জে খেপ খেলার দায়ে শাস্তি ভোগ করছেন জাতীয় দলের স্ট্রাইকার জাহিদ হাসান (এমিলি) ও মিঠুন চৌধুরী। কোচ ইলিয়েভস্কির কথার অবাধ্য হয়ে এবার বহিষ্কৃত হলেন অনূর্ধ্ব-১৯ দলের আট খেলোয়াড়—সম্রাট, তকলিক, শিমুল, রাসেল, শিহাব, ফজলে রাব্বি, লোকনাথ ও হানিফ। এঁদের সঙ্গে বহিষ্কার করা হয়েছে সহকারী কোচ মাহবুব হোসেনকেও (রক্সি)।
৩১ জন ফুটবলারকে নিয়ে বিকেএসপিতে গত মাসেই শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। গত পরশু ইলিয়েভস্কি ২২ জন খেলোয়াড় নিয়ে দুই দলে ভাগ হয়ে অনুশীলন করাচ্ছিলেন। আটজন খেলোয়াড়কে কোচ মাহবুবের তত্ত্বাবধানে অনুশীলন করার নির্দেশ দেন তিনি। কিন্তু তাঁরা অনুশীলনের বদলে হাসি-ঠাট্টায় সময় পার করেন। বিষয়টি কোচের নজরে আসতে তিনি সঙ্গে সঙ্গে নেন এই কঠিন সিদ্ধান্ত। বিষয়টি জেনে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় কাল ছুটে যান বিকেএসপিতে। কোচের সিদ্ধান্তকে সমর্থন করে বাদল রায় জানিয়েছেন, ‘দলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাঁর ব্যাপারে কোনো আপস নেই।’
৩১ জন ফুটবলারকে নিয়ে বিকেএসপিতে গত মাসেই শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। গত পরশু ইলিয়েভস্কি ২২ জন খেলোয়াড় নিয়ে দুই দলে ভাগ হয়ে অনুশীলন করাচ্ছিলেন। আটজন খেলোয়াড়কে কোচ মাহবুবের তত্ত্বাবধানে অনুশীলন করার নির্দেশ দেন তিনি। কিন্তু তাঁরা অনুশীলনের বদলে হাসি-ঠাট্টায় সময় পার করেন। বিষয়টি কোচের নজরে আসতে তিনি সঙ্গে সঙ্গে নেন এই কঠিন সিদ্ধান্ত। বিষয়টি জেনে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় কাল ছুটে যান বিকেএসপিতে। কোচের সিদ্ধান্তকে সমর্থন করে বাদল রায় জানিয়েছেন, ‘দলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাঁর ব্যাপারে কোনো আপস নেই।’
No comments