নিজস্ব মূলধন গঠনের অনুমতি চাইবে মার্চেন্ট ব্যাংক
শেয়ারবাজারে তারল্যসংকট দূর করতে নিজস্ব মূলধন গঠনের অনুমতি চাইবে মার্চেন্ট ব্যাংকগুলো। আজ সোমবার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএমবিএর সভাপতি মোহাম্মদ এ হাফিজ সাংবাদিকদের জানান, কাল মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে বিএমবিএর নেতাদের বৈঠক হওয়ার কথা। বৈঠকে নতুন ফান্ড গঠনের অনুমতি চাওয়া হবে। একই সঙ্গে বাজারের স্বার্থে ২০১৪ সাল পর্যন্ত ব্যাংকগুলোর সিংগেল পার্টি এক্সপোজারের সময়সীমা বাড়ানোরও অনুরোধ করা হবে।
হাফিজ আরও বলেন, ‘শেয়ারবাজারের বর্তমান মূল সমস্যা হলো আস্থার সংকট ও তারল্যের ঘাটতি। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সব পক্ষের সমন্বিত পদক্ষেপ নিতে হবে। আর তারল্যসংকট কাটাতে আমরা উপরিউক্ত দুটি বিষয়ে এসইসিকে অনুরোধ জানাব।
বিএমবিএর সভাপতি মোহাম্মদ এ হাফিজ সাংবাদিকদের জানান, কাল মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে বিএমবিএর নেতাদের বৈঠক হওয়ার কথা। বৈঠকে নতুন ফান্ড গঠনের অনুমতি চাওয়া হবে। একই সঙ্গে বাজারের স্বার্থে ২০১৪ সাল পর্যন্ত ব্যাংকগুলোর সিংগেল পার্টি এক্সপোজারের সময়সীমা বাড়ানোরও অনুরোধ করা হবে।
হাফিজ আরও বলেন, ‘শেয়ারবাজারের বর্তমান মূল সমস্যা হলো আস্থার সংকট ও তারল্যের ঘাটতি। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সব পক্ষের সমন্বিত পদক্ষেপ নিতে হবে। আর তারল্যসংকট কাটাতে আমরা উপরিউক্ত দুটি বিষয়ে এসইসিকে অনুরোধ জানাব।
No comments