হামলার দৃশ্য দেখে কঠিন হয়ে গিয়েছিলেন ব্লেয়ার

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা জানার পর ব্রিটেনের ত ৎ কালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ছিলেন অত্যন্ত কঠিন। তিনি বুঝতে পেরেছিলেন, কী ঘটনা ঘটে গেছে। বিবিসির ‘ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন ব্লেয়ারের সাবেক চিফ অব স্টাফ জোনাথান পাওয়েল।
নাইন-ইলেভেনের দশম বার্ষিকীর আগে দেওয়া এই সাক্ষা ৎ কারে পাওয়েল জানান, প্রধানমন্ত্রী ব্লেয়ার ওই দিন ছিলেন ব্রাইটনে। একটা সম্মেলনের জন্য ভাষণের খসড়া তৈরি করতে ব্যস্ত ছিলেন তিনি। এর মধ্যেই এক সহকারী দরজা ঠেলে তাঁর ঘরে ঢোকেন এবং দ্রুত টিভির সামনে যাওয়ার জন্য তাঁকে অনুরোধ করেন। এর পর টিভিতে তিনি দেখেন টুইন টাওয়ারে চালানো হামলার দৃশ্য। এটা দেখেই তিনি একেবারে কঠিন হয়ে গেলেন।
পাওয়েল বলেন, ব্লেয়ার প্রথম ব্যক্তি, যিনি এই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রতি সমবেদনা জানিয়ে টিভিতে বক্তব্য দেন। অনেক আমেরিকানই এখনো ব্লেয়ারের সেই কথা মনে রেখেছে।

No comments

Powered by Blogger.