প্রবল বর্ষণে দিল্লির জনজীবন বিপর্যস্ত
প্রবল বর্ষণে গতকাল শুক্রবার ভারতের রাজধানী দিল্লির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এতে রাস্তাঘাট প্লাবিত হয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়। বৃষ্টির কারণে নগরের একটি হাসপাতালের ধসে পড়া সীমানা পাঁচিলের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
আবহাওয়া দপ্তর জানায়, গতকাল সকাল থেকে টানা বর্ষণ শুরু হয়। সারা দিন কোথাও সূর্যের দেখা মেলেনি। স্থানীয় সময় ভোর চারটা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল ৯১ দশমিক ১ মিলিমিটার। বৃষ্টিতে নর্দমাসহ রাস্তাঘাট তলিয়ে যায়। কয়েকটি রাস্তায় গাছপালা ভেঙে পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। সকাল সাড়ে সাতটার দিকে নারেলা এলাকার গৌতম কলোনিতে অবস্থিত এমসিডি হাসপাতালের একটি সীমানা পাঁচিল ধসে পড়ে। এ সময় স্কুলগামী কয়েকটি শিশু দেয়ালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। পরে ওই স্তূপ থেকে একটি ছোট শিশুর লাশ উদ্ধার করা হয়।
আবহাওয়া দপ্তর জানায়, গতকাল সকাল থেকে টানা বর্ষণ শুরু হয়। সারা দিন কোথাও সূর্যের দেখা মেলেনি। স্থানীয় সময় ভোর চারটা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল ৯১ দশমিক ১ মিলিমিটার। বৃষ্টিতে নর্দমাসহ রাস্তাঘাট তলিয়ে যায়। কয়েকটি রাস্তায় গাছপালা ভেঙে পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। সকাল সাড়ে সাতটার দিকে নারেলা এলাকার গৌতম কলোনিতে অবস্থিত এমসিডি হাসপাতালের একটি সীমানা পাঁচিল ধসে পড়ে। এ সময় স্কুলগামী কয়েকটি শিশু দেয়ালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। পরে ওই স্তূপ থেকে একটি ছোট শিশুর লাশ উদ্ধার করা হয়।
No comments