ঋণসংকট মোকাবিলায় জোরালো ভূমিকা রাখুন
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্তিনা লাগার্দ ঋণসংকট মোকাবিলায় জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। বিশ্ব অর্থনৈতিক সংকট নিয়ে ফ্রান্সের মার্সেই শহরে গতকাল শুক্রবার বিশ্বের ধনী দেশগুলোর অর্থমন্ত্রীদের সংলাপ অনুষ্ঠানের প্রাক্কালে লন্ডনে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙা করতে প্রেসিডেন্ট বারাক ওবামার ৪৪ হাজার ৭০০ কোটি ডলারের চাকরির ক্ষেত্র সৃষ্টির পরিকল্পনা প্রকাশের পর বিশ্বের শিল্পপ্রধান দেশগুলোর সংগঠন জি-৭-ভুক্ত কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালির অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর গভর্নরদের দুই দিনব্যাপী ওই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। আইএমএফের প্রধান লাগার্দও এতে যোগ দেবেন। তিনি সতর্ক করে বলেন, পদক্ষেপে জের টানা ঠিক হবে না। তিনি বলেন, ‘আমি যে বার্তাটি এখন সবার মধ্যে পৌঁছাতে চাই তা হচ্ছে, অর্থনীতির গতি ফিরিয়ে আনতে দেশগুলোকে এখনই কাজ শুরু করতে হবে এবং অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙা করতে প্রেসিডেন্ট বারাক ওবামার ৪৪ হাজার ৭০০ কোটি ডলারের চাকরির ক্ষেত্র সৃষ্টির পরিকল্পনা প্রকাশের পর বিশ্বের শিল্পপ্রধান দেশগুলোর সংগঠন জি-৭-ভুক্ত কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালির অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর গভর্নরদের দুই দিনব্যাপী ওই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। আইএমএফের প্রধান লাগার্দও এতে যোগ দেবেন। তিনি সতর্ক করে বলেন, পদক্ষেপে জের টানা ঠিক হবে না। তিনি বলেন, ‘আমি যে বার্তাটি এখন সবার মধ্যে পৌঁছাতে চাই তা হচ্ছে, অর্থনীতির গতি ফিরিয়ে আনতে দেশগুলোকে এখনই কাজ শুরু করতে হবে এবং অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
No comments