‘আমরা ক্রিকেটের একটা কুৎসিত চেহারা দেখলাম’
গত জুলাইয়ে ইংল্যান্ড সফর শুরু করার পর এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি ভারত। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর এবার ওয়ানডে সিরিজ হারটাও নিশ্চিত হয়ে গেছে সফরকারীদের। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুটা ভালোভাবে করলেও বৃষ্টির কারণে জয়ের দেখা পায়নি ধোনি-বাহিনী। গতকালও উত্তেজনাপূর্ণ চতুর্থ ওয়ানডেতে বৃষ্টির কবলে পড়ে শেষ হয়ে গেছে ইংল্যান্ড সফরে তাদের প্রথম জয়ের সম্ভাবনা। জয়ের জন্য শেষ সাত বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১১ রান। হাতে ছিল দুই উইকেট। কিন্তু শেষ মুহূর্তে বৃষ্টির বাধার কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচটা টাই বলে ঘোষণা করেন আম্পায়াররা। আর জয়ের এত কাছাকাছি গিয়েও এ রকমের একটা ফলাফল কিছুতেই মেনে নিতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি। এটাকে ক্রিকেটের একটা কুিসত চেহারা বলে আখ্যায়িত করেছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের এ অধিনায়ক।
গতকাল ম্যাচ শেষে ধোনি বলেছেন, ‘আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিল যে আমরা জিতেই গেছি। কিন্তু শেষ পর্যন্ত যখন আমাদেরকে স্কোর গড়ের তালিকাটা দেওয়া হলো, তখন আমরা বুঝতে পারলাম যে ম্যাচটা টাই হয়েছে। আমরা শেষ পর্যন্তই খেলতে চেয়েছিলাম। কিন্তু এ ধরনের আবহাওয়ার সামনে কিছুই করার থাকে না। খুব খোলাখুলিই বলছি, আমরা আজ ক্রিকেটের একটা কুিসত চেহারা দেখলাম। এ রকমের অবস্থায় যে দল জেতার মতো অবস্থায় থাকে, তারা আর খেলতে চায় না। আর যদি ফলাফল বদলের সুযোগ থাকে তাহলে আরেক পক্ষ ফুটবল খেলার জন্যও প্রস্তুত থাকে। এটা এ খেলারই একটা অংশ।’ তবে ফলাফল নিয়ে খুশি না হতে পারলেও দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভারতীয় অধিনায়ক। বিশেষত, পঞ্চম উইকেটে তাঁর ও সুরেশ রায়নার মধ্যকার ১৬৯ রানের চমত্কার জুটিটির প্রশংসা করেছেন তিনি। বলেছেন, ‘এটা একটা খুবই ভালো জুটি ছিল। শুরু থেকেই আমরা উইকেট ধরে রাখতে চেয়েছিলাম। তারপর ধীরে ধীরে রান সংগ্রহ করছিলাম।’
গতকাল ম্যাচ শেষে ধোনি বলেছেন, ‘আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিল যে আমরা জিতেই গেছি। কিন্তু শেষ পর্যন্ত যখন আমাদেরকে স্কোর গড়ের তালিকাটা দেওয়া হলো, তখন আমরা বুঝতে পারলাম যে ম্যাচটা টাই হয়েছে। আমরা শেষ পর্যন্তই খেলতে চেয়েছিলাম। কিন্তু এ ধরনের আবহাওয়ার সামনে কিছুই করার থাকে না। খুব খোলাখুলিই বলছি, আমরা আজ ক্রিকেটের একটা কুিসত চেহারা দেখলাম। এ রকমের অবস্থায় যে দল জেতার মতো অবস্থায় থাকে, তারা আর খেলতে চায় না। আর যদি ফলাফল বদলের সুযোগ থাকে তাহলে আরেক পক্ষ ফুটবল খেলার জন্যও প্রস্তুত থাকে। এটা এ খেলারই একটা অংশ।’ তবে ফলাফল নিয়ে খুশি না হতে পারলেও দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভারতীয় অধিনায়ক। বিশেষত, পঞ্চম উইকেটে তাঁর ও সুরেশ রায়নার মধ্যকার ১৬৯ রানের চমত্কার জুটিটির প্রশংসা করেছেন তিনি। বলেছেন, ‘এটা একটা খুবই ভালো জুটি ছিল। শুরু থেকেই আমরা উইকেট ধরে রাখতে চেয়েছিলাম। তারপর ধীরে ধীরে রান সংগ্রহ করছিলাম।’
No comments