সৌদি আরবে ‘আল-কায়েদা লেডি’র বিচার শুরু
সৌদি আরবের আদালতে ‘আল-কায়েদা লেডি’ নামে পরিচিত এক নারীর বিচার শুরু হয়েছে। তিনি হলেন সৌদি আরবের প্রথম নারী, যাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। গতকাল সোমবার সৌদি আরবের গণমাধ্যমে এ কথা বলা হয়।
আল-মদিনা পত্রিকায় বলা হয়, গত রোববার একটি বিশেষ ফৌজদারি আদালতে ওই নারীর বিচারকাজ শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে আল-কায়েদায় যোগ দেওয়া, জঙ্গিদের আশ্রয় দেওয়া ও আল-কায়েদার সন্ত্রাসী চক্রের জন্য লোক নিয়োগ করার অভিযোগ আনা হয়েছে।
পত্রিকাটি আরও জানায়, ওই নারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের জন্য অর্থায়ন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অস্ত্র রাখার অভিযোগও রয়েছে।
অভিযুক্ত এ নারীর নাম প্রকাশ করা হয়নি। তাঁকে শুধু ‘আল-কায়েদা লেডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে।
দৈনিকওকাজ পত্রিকা জানায়, ৪৫ বছর বয়সী ওই নারীকে গত বছর গ্রেপ্তার করা হয়। ওই নারীর পরিবারের অনুরোধে গণমাধ্যমের উপস্থিতি ছাড়া একান্তে এ বিচারকাজ চলছে।
আল-মদিনা পত্রিকায় বলা হয়, গত রোববার একটি বিশেষ ফৌজদারি আদালতে ওই নারীর বিচারকাজ শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে আল-কায়েদায় যোগ দেওয়া, জঙ্গিদের আশ্রয় দেওয়া ও আল-কায়েদার সন্ত্রাসী চক্রের জন্য লোক নিয়োগ করার অভিযোগ আনা হয়েছে।
পত্রিকাটি আরও জানায়, ওই নারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের জন্য অর্থায়ন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অস্ত্র রাখার অভিযোগও রয়েছে।
অভিযুক্ত এ নারীর নাম প্রকাশ করা হয়নি। তাঁকে শুধু ‘আল-কায়েদা লেডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে।
দৈনিকওকাজ পত্রিকা জানায়, ৪৫ বছর বয়সী ওই নারীকে গত বছর গ্রেপ্তার করা হয়। ওই নারীর পরিবারের অনুরোধে গণমাধ্যমের উপস্থিতি ছাড়া একান্তে এ বিচারকাজ চলছে।
No comments