লিবীয় শরণার্থীদের নৌযান থেকে ২৫ মৃতদেহ উদ্ধার
ইতালির কোস্টগার্ডের সদস্যরা দক্ষিণাঞ্চলীয় ল্যাম্পেদুসা দ্বীপ থেকে লিবীয় শরণার্থীদের একটি নৌযান থেকে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। নৌযানটি ২৭১ জন যাত্রী নিয়ে ইতালি যাচ্ছিল। গতকাল সোমবার স্থানীয় বন্দর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
তবে তা ৎক্ষণিকভাবে শরণার্থীদের মৃত্যুর কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে শ্বাসকষ্টে তাদের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের সবাই পুরুষ।
শরণার্থীরা তাদের নৌযান থেকে কোস্টগার্ডের জাহাজে ওঠার সময় ওই মৃতদেহগুলো পাওয়া যায়। মৃতদেহগুলো ওই দ্বীপের একটি হিমাগারে রাখা হয়েছে। জীবিত শরণার্থীদের মধ্যে ৩৬ জন নারী ও ২১ জন শিশু রয়েছে।
গত কয়েক সপ্তাহে লিবিয়া থেকে হাজার হাজার শরণার্থী পালিয়ে ছোট্ট ল্যাম্পেদুসা দ্বীপে আশ্রয় নিয়েছে। তাদের অধিকাংশই আফ্রিকার অন্যান্য দেশের অভিবাসী শ্রমিক।
লিবিয়া থেকে ইতালি পাড়ি দেওয়ার জন্য কখনো কখনো ভাঙাচোরা মাছধরা নৌকাগুলোকে ব্যবহার করা হয়। ইতিমধ্যে ঝড়ের কারণে বেশ কয়েকটি নৌদুর্ঘটনায় শত শত শরণার্থী ডুবে গেছে।
তবে তা ৎক্ষণিকভাবে শরণার্থীদের মৃত্যুর কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে শ্বাসকষ্টে তাদের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের সবাই পুরুষ।
শরণার্থীরা তাদের নৌযান থেকে কোস্টগার্ডের জাহাজে ওঠার সময় ওই মৃতদেহগুলো পাওয়া যায়। মৃতদেহগুলো ওই দ্বীপের একটি হিমাগারে রাখা হয়েছে। জীবিত শরণার্থীদের মধ্যে ৩৬ জন নারী ও ২১ জন শিশু রয়েছে।
গত কয়েক সপ্তাহে লিবিয়া থেকে হাজার হাজার শরণার্থী পালিয়ে ছোট্ট ল্যাম্পেদুসা দ্বীপে আশ্রয় নিয়েছে। তাদের অধিকাংশই আফ্রিকার অন্যান্য দেশের অভিবাসী শ্রমিক।
লিবিয়া থেকে ইতালি পাড়ি দেওয়ার জন্য কখনো কখনো ভাঙাচোরা মাছধরা নৌকাগুলোকে ব্যবহার করা হয়। ইতিমধ্যে ঝড়ের কারণে বেশ কয়েকটি নৌদুর্ঘটনায় শত শত শরণার্থী ডুবে গেছে।
No comments