আজও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার
দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। আজ দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় বেড়েছে সূচক। তবে গতকালের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।
এ দিকে পুঁজিবাজারবান্ধব বাজেটের দাবিতে আজ বেলা দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিনিয়োগকারীদের একটি অংশ এ কর্মসূচি পালন করেন।
এ সময় বিনিয়োগকারীরা পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ, পুঁজিবাজারে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের অযাচিত হস্তক্ষেপ বন্ধেরও দাবি করেন। এ সময় সংগঠনটির আহ্বায়ক মিজান উর রশীদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাকসহ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৬.৩০ পয়েন্ট বেড়ে ৫,৯৭০.৪৮ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে লেনদেনের ১০ মিনিটের মাথায় সূচক ৬৬ পয়েন্ট বেড়ে যায়। দুপুর ১২টা ১৫ মিনিটে সূচক দিনের সর্বোচ্চ ৮২ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমলেও দিন শেষে ৩৬.৩০ পয়েন্ট বাড়ে।
ডিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৯১টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭৭১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬০ কোটি টাকা কম।
ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—ইউসিবিএল, আফতাব অটো, ওয়ান ব্যাংক, এম আই সিমেন্ট, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সাউথইস্ট ব্যাংক, বেক্সিমকো, সিটি ব্যাংক, এনবিএল ও গ্রামীণফোন।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ১৭১.১৯ পয়েন্ট বেড়ে ১৬,৬৮৪.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৩টির, কমেছে ৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ৯৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম।
এ দিকে পুঁজিবাজারবান্ধব বাজেটের দাবিতে আজ বেলা দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিনিয়োগকারীদের একটি অংশ এ কর্মসূচি পালন করেন।
এ সময় বিনিয়োগকারীরা পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ, পুঁজিবাজারে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের অযাচিত হস্তক্ষেপ বন্ধেরও দাবি করেন। এ সময় সংগঠনটির আহ্বায়ক মিজান উর রশীদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাকসহ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৬.৩০ পয়েন্ট বেড়ে ৫,৯৭০.৪৮ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে লেনদেনের ১০ মিনিটের মাথায় সূচক ৬৬ পয়েন্ট বেড়ে যায়। দুপুর ১২টা ১৫ মিনিটে সূচক দিনের সর্বোচ্চ ৮২ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমলেও দিন শেষে ৩৬.৩০ পয়েন্ট বাড়ে।
ডিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৯১টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭৭১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬০ কোটি টাকা কম।
ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—ইউসিবিএল, আফতাব অটো, ওয়ান ব্যাংক, এম আই সিমেন্ট, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সাউথইস্ট ব্যাংক, বেক্সিমকো, সিটি ব্যাংক, এনবিএল ও গ্রামীণফোন।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ১৭১.১৯ পয়েন্ট বেড়ে ১৬,৬৮৪.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৩টির, কমেছে ৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ৯৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম।
No comments