সাকিবের ৪ উইকেট
মৌসুমের প্রথম ম্যাচে রিচ পাইরাহর বলে আউট হয়েছিলেন। কাল ফ্রেন্ডস টি-টোয়েন্টিতে ৫ রান করে সেই পাইরাহর বলেই আবারও আউট সাকিব আল হাসান, তবে ইয়র্কশায়ারের বিপক্ষে সাকিবের দল উস্টারশায়ার তুলেছে মৌসুমে তাদের দ্বিতীয় সর্বোচ্চ ১৮৩ রান। ব্যাটে ব্যর্থ সাকিব ঠিকই জ্বলে উঠেছেন বোলিংয়ে। নিজের প্রথম ওভারেই উইকেট নিয়েছেন দুটি, পরের দুই ওভারে আরও দুটি। দলও জিতেছে ৪১ রানে। এটি উস্টারের চতুর্থ জয়। চারটিই সাকিব আসার পর।
মিডলসেক্সের বিপক্ষে কাল সেঞ্চুরি করেছেন গ্লস্টারশায়ারের দুই ওপেনার কেভিন ও’ব্রায়েন (৫২ বলে ১১৯) ও হামিশ মার্শাল (৫৪ বলে ১০২)। টি-টোয়েন্টিতে এক ইনিংসে দুটি সেঞ্চুরি এই প্রথম। দুজনের ১৯২ উদ্বোধনী জুটিতেও রেকর্ড, সব জুটি মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ২০ ওভারে ২৫৪ করেছে গ্লস্টার, টি-টোয়েন্টিতে এর চেয়ে বড় ইনিংস আছে একটিই—কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ২৬০।
মিডলসেক্সের বিপক্ষে কাল সেঞ্চুরি করেছেন গ্লস্টারশায়ারের দুই ওপেনার কেভিন ও’ব্রায়েন (৫২ বলে ১১৯) ও হামিশ মার্শাল (৫৪ বলে ১০২)। টি-টোয়েন্টিতে এক ইনিংসে দুটি সেঞ্চুরি এই প্রথম। দুজনের ১৯২ উদ্বোধনী জুটিতেও রেকর্ড, সব জুটি মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ২০ ওভারে ২৫৪ করেছে গ্লস্টার, টি-টোয়েন্টিতে এর চেয়ে বড় ইনিংস আছে একটিই—কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ২৬০।
No comments