শর্ত মানলে রামদেবকে অনশনে শরিক হতে দেবেন আন্না হাজারে
ভারতের বিশিষ্ট সমাজকর্মী আন্না হাজারে একটি জোরালো ও কার্যকর লোকপাল বিলের দাবিতে তাঁর পূর্বঘোষিত অনশন কর্মসূচিতে যোগগুরু স্বামী রামদেবকেও শরিক হতে দেবেন। তবে সে ক্ষেত্রে রামদেবকে কিছু শর্ত মানতে হবে। গত রোববার রাতে সাংবাদিকদের হাজারে এ কথা বলেন।
আগামী ১৬ আগস্ট নয়াদিল্লিতে যন্তর মন্তরে আন্না হাজারের অনশন শুরু করার কথা। এই অনশনে রামদেবও যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এ ব্যাপারে হাজারে বলেন, ‘রামদেব আমার সঙ্গে অনশনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে আমার কিছু শর্ত আছে। এসব শর্ত যদি তিনি মানেন, তাহলে আমার সঙ্গে তাঁর বসতে দেওয়ার বিষয়টি বিবেচনা করব।’
দুর্নীতির বিরুদ্ধে রামদেবের আন্দোলন ও অনশনে যাওয়ার বিষয়ে আন্না হাজারের সমর্থন রয়েছে। তবে পুলিশি অভিযান ঠেকাতে তিনি ১১ হাজার তরুণ-তরুণী নিয়ে একটি বাহিনী গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন, এটি হাজারে ও তাঁর অনুসারীদের মনঃপুত হয়নি।
আগামী ১৬ আগস্ট নয়াদিল্লিতে যন্তর মন্তরে আন্না হাজারের অনশন শুরু করার কথা। এই অনশনে রামদেবও যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এ ব্যাপারে হাজারে বলেন, ‘রামদেব আমার সঙ্গে অনশনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে আমার কিছু শর্ত আছে। এসব শর্ত যদি তিনি মানেন, তাহলে আমার সঙ্গে তাঁর বসতে দেওয়ার বিষয়টি বিবেচনা করব।’
দুর্নীতির বিরুদ্ধে রামদেবের আন্দোলন ও অনশনে যাওয়ার বিষয়ে আন্না হাজারের সমর্থন রয়েছে। তবে পুলিশি অভিযান ঠেকাতে তিনি ১১ হাজার তরুণ-তরুণী নিয়ে একটি বাহিনী গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন, এটি হাজারে ও তাঁর অনুসারীদের মনঃপুত হয়নি।
No comments