সহ-অধিনায়কই বাদ
ক্রিস গেইলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) ‘দ্বিতীয় সভা’ এখনো হয়নি। বাঁহাতি ওপেনার যে তাই দলে ফিরছেন না, জানাই ছিল। কিন্তু ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দলে একটা চমক ঠিকই আছে। সহ-অধিনায়ক ব্রেন্ডন ন্যাশেরই জায়গা হয়নি দলে।
টেস্ট দলে স্যামির ডেপুটি হওয়ার পর থেকেই ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ব্যাটসম্যানের। সর্বশেষ ৬ ইনিংসে রান ৫৩, পাঁচটিতে দুই অঙ্কই ছুঁতে পারেননি। ন্যাশের পরিবর্তে দলে ঢুকেছেন কার্ক এডওয়ার্ডস। তবে কেমার রোচের সঙ্গে সম্ভবত একাদশের বাইরেই থাকতে হবে এডওয়ার্ডসকে। খেলার সম্ভাবনা বেশি মারলন স্যামুয়েলসের। বারবাডোজে দ্বিতীয় টেস্ট শুরু আগামীকাল।
টেস্ট দলে স্যামির ডেপুটি হওয়ার পর থেকেই ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ব্যাটসম্যানের। সর্বশেষ ৬ ইনিংসে রান ৫৩, পাঁচটিতে দুই অঙ্কই ছুঁতে পারেননি। ন্যাশের পরিবর্তে দলে ঢুকেছেন কার্ক এডওয়ার্ডস। তবে কেমার রোচের সঙ্গে সম্ভবত একাদশের বাইরেই থাকতে হবে এডওয়ার্ডসকে। খেলার সম্ভাবনা বেশি মারলন স্যামুয়েলসের। বারবাডোজে দ্বিতীয় টেস্ট শুরু আগামীকাল।
No comments