মুম্বাইয়ে বন্দুকধারীদের গুলিতে সাংবাদিক নিহত
ভারতের মুম্বাই শহরে বন্দুকধারীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। জ্যোতির্ময় দে (৫০) নামে এ সাংবাদিক মুম্বাইয়ের ট্যাবলয়েড মিড ডেতে কাজ করতেন।
মুম্বাই পুলিশ জানিয়েছে, গত শনিবার দুপুর আড়াইটায় মুম্বাই শহরতলির পওয়াই এলাকায় একটি বিপণিকেন্দ্রের কাছে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জ্যোতির্ময়। তাঁকে গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় চার সন্ত্রাসী।
অপরাধবিষয়ক ও অনুসন্ধানী প্রতিবেদক জ্যোতির্ময় মুম্বাইয়ের অপরাধী চক্র নিয়ে কয়েকটি বইও লিখেছিলেন।
মিড ডে পত্রিকার নির্বাহী সম্পাদক শচীন কালবাগ এক বিবৃতিতে বলেন, অনুসন্ধানী সাংবাদিকতায় গভীরতা এনেছিলেন জ্যোতির্ময়। অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতেন তিনি।
মুম্বাই পুলিশ জানিয়েছে, গত শনিবার দুপুর আড়াইটায় মুম্বাই শহরতলির পওয়াই এলাকায় একটি বিপণিকেন্দ্রের কাছে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জ্যোতির্ময়। তাঁকে গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় চার সন্ত্রাসী।
অপরাধবিষয়ক ও অনুসন্ধানী প্রতিবেদক জ্যোতির্ময় মুম্বাইয়ের অপরাধী চক্র নিয়ে কয়েকটি বইও লিখেছিলেন।
মিড ডে পত্রিকার নির্বাহী সম্পাদক শচীন কালবাগ এক বিবৃতিতে বলেন, অনুসন্ধানী সাংবাদিকতায় গভীরতা এনেছিলেন জ্যোতির্ময়। অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতেন তিনি।
No comments