পৌনে তিন লাখ ডলারে বিক্রি হলো ডায়ানার দুটি গাউন
যুক্তরাজ্যের প্রয়াত প্রিন্সেস ডায়ানার দুটি পোশাক দুই লাখ ৭৬ হাজার ডলারে বিক্রি হয়েছে। গত রোববার বেভারলি হিলসের একটি প্রতিষ্ঠান পোশাক দুটি নিলামে তোলে।
জুলিয়েনস অকশনস্ হাউস নামের ওই নিলামকারী প্রতিষ্ঠান বলেছে, ১৯৯২ সালে ডায়ানা তাঁর তৎকালীন স্বামী প্রিন্স চার্লসের সঙ্গে ভারত সফর করেন। এ সফরকে মাথায় রেখে তাঁর জন্য ভারতীয় ডিজাইনে একটি কালো গাউন বানানো হয়। ভারত সফরের সময় ডায়ানা সেটি পরেছিলেন। রোববারের নিলামে ওই গাউনটি বিক্রি হয় এক লাখ ৪৪ হাজার ডলারে।
একই সঙ্গে হালকা নীল রঙের আরেকটি গাউন বিক্রি হয় এক লাখ ৩২ হাজার ডলারে। ডায়ানা এটি পরে ১৯৮৭ সালের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন।
জুলিয়েনস অকশনস্ হাউস নামের ওই নিলামকারী প্রতিষ্ঠান বলেছে, ১৯৯২ সালে ডায়ানা তাঁর তৎকালীন স্বামী প্রিন্স চার্লসের সঙ্গে ভারত সফর করেন। এ সফরকে মাথায় রেখে তাঁর জন্য ভারতীয় ডিজাইনে একটি কালো গাউন বানানো হয়। ভারত সফরের সময় ডায়ানা সেটি পরেছিলেন। রোববারের নিলামে ওই গাউনটি বিক্রি হয় এক লাখ ৪৪ হাজার ডলারে।
একই সঙ্গে হালকা নীল রঙের আরেকটি গাউন বিক্রি হয় এক লাখ ৩২ হাজার ডলারে। ডায়ানা এটি পরে ১৯৮৭ সালের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন।
No comments