যুক্তরাষ্ট্রে দুটি বিমানের জরুরি অবতরণ
যুক্তরাষ্ট্রে নিরাপত্তা হুমকির কারণে যাত্রীবাহী দুটি বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। নাশকতার আশঙ্কায় বিমান দুটিকে অনির্ধারিত স্থানে নামানো হয়।
সেন্ট লুইস বিমানবন্দরের একজন মুখপাত্র গত রোববার জানান, শিকাগো থেকে হিউস্টনের উদ্দেশে একটি বিমান ছেড়ে যায়। মধ্য আকাশে একজন যাত্রী সন্দেহজনক ভঙ্গিতে বহির্গমন দরজার দিকে হেঁটে যান। এ সময় বিমানের কর্মীরা তাঁকে থামান এবং বিপদের আশঙ্কায় বিমানটিকে সেন্ট লুইস বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ওই যাত্রীকে নামিয়ে নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। পরে বিমানটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর হিউস্টনে পৌঁছায়।
একই দিন ডেট্রয়েট থেকে সান্টিয়াগো যাওয়ার সময় একটি বিমানের ডাস্টবিনে কর্মীরা একটি ‘হুমকিমূলক’ চিরকুট পান। এরপর জরুরি ভিত্তিতে বিমানটি নিউ মেক্সিকোর আলবুকার্কিতে অবতরণ করানো হয়।
সেন্ট লুইস বিমানবন্দরের একজন মুখপাত্র গত রোববার জানান, শিকাগো থেকে হিউস্টনের উদ্দেশে একটি বিমান ছেড়ে যায়। মধ্য আকাশে একজন যাত্রী সন্দেহজনক ভঙ্গিতে বহির্গমন দরজার দিকে হেঁটে যান। এ সময় বিমানের কর্মীরা তাঁকে থামান এবং বিপদের আশঙ্কায় বিমানটিকে সেন্ট লুইস বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ওই যাত্রীকে নামিয়ে নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। পরে বিমানটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর হিউস্টনে পৌঁছায়।
একই দিন ডেট্রয়েট থেকে সান্টিয়াগো যাওয়ার সময় একটি বিমানের ডাস্টবিনে কর্মীরা একটি ‘হুমকিমূলক’ চিরকুট পান। এরপর জরুরি ভিত্তিতে বিমানটি নিউ মেক্সিকোর আলবুকার্কিতে অবতরণ করানো হয়।
No comments