পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে জিম্বাবুয়ে
২০০৫ সালের পর থেকে আর কোন টেস্ট খেলে নি জিম্বাবুয়ে। কেউ তাদের টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ্ন না তুললেও, জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়ন স্বেচ্ছায় নিজেদেরকে সরিয়ে নিয়েছিল ক্রিকেটের এই আদি সংস্করণটি থেকে। সেসময় দেশটির রাজনৈতিক অস্থিরতার চরম প্রভাব পড়েছিল তাদের ক্রিকেট অঙ্গনে। প্রধান প্রধান সব আন্তর্জাতিক ক্রিকেটারকে বাধ্য করা হয়েছিল অবসর গ্রহণের জন্য। এর প্রতিবাদেই টেস্ট অঙ্গন থেকে এই স্বেচ্ছা অবসর।
তবে দীর্ঘদিন পর আবার টেস্ট অঙ্গনে ফেরার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। আগস্ট মাসে পাকিস্তানের বিপক্ষে টেস খেলার প্রস্তাব দিয়েছে তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ড এতে রাজিও হয়েছে। গতকাল সোমবার পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা আগস্টে জিম্বাবুয়ে সফরে যাব। সেসময় ওয়ানডে সিরিজের সঙ্গে একটা টেস খেলার পরিকল্পনাও আছে আমাদের। আর আগামীতে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে একটা সিরিজের পরিকল্পনাও করব।’
২০১১ সালে বাংলাদেশের বিপক্ষেও টেস্ট খেলতে পারবে বলে আশা করছেন জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড। এছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের মাটিতেও একটা সিরিজ আয়োজনের কথা ভাবছে পাকিস্তান।
তবে দীর্ঘদিন পর আবার টেস্ট অঙ্গনে ফেরার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। আগস্ট মাসে পাকিস্তানের বিপক্ষে টেস খেলার প্রস্তাব দিয়েছে তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ড এতে রাজিও হয়েছে। গতকাল সোমবার পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা আগস্টে জিম্বাবুয়ে সফরে যাব। সেসময় ওয়ানডে সিরিজের সঙ্গে একটা টেস খেলার পরিকল্পনাও আছে আমাদের। আর আগামীতে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে একটা সিরিজের পরিকল্পনাও করব।’
২০১১ সালে বাংলাদেশের বিপক্ষেও টেস্ট খেলতে পারবে বলে আশা করছেন জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড। এছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের মাটিতেও একটা সিরিজ আয়োজনের কথা ভাবছে পাকিস্তান।
No comments