কাশ্মীরে পতাকা উত্তোলন কর্মসূচিতে যেতে বাধা বিজেপি নেতাদের
ভারতীয় জনতা দলের (বিজেপি) নেতাদের ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নিতে বাধা দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সুষমা স্বরাজ, অরুণ জেটলি ও অনন্ত কুমারকে কাশ্মীরের জম্মুর বিমানবন্দর থেকে সড়কপথে পাশের পাঞ্জাব রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ বুধবার কাশ্মীরের শ্রীনগরে ওই পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল ওই নেতাদের।
কিন্তু কাশ্মীর কর্তৃপক্ষের আশঙ্কা, এ ধরনের কর্মসূচির কারণে ওই রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই কর্মসূচি বাতিলে বিজেপির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিভেদ সৃষ্টির জন্য প্রজাতন্ত্র দিবসকে ব্যবহার করা উচিত নয়।
এ ব্যাপারে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, বিজেপির পতাকা উত্তোলন কর্মসূচি বন্ধ করতে বাধ্য হয়েছেন তিনি। কারণ এতে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা উসকানি পাবে।
বিজেপির শীর্ষস্থানীয় নেতা সুষমা স্বরাজ, অরুণ জেটলি ও অনন্ত কুমার একটি ভাড়াকরা বিমানে গত সোমবার বিকেলে জম্মু পৌঁছান।
কিন্তু কাশ্মীর কর্তৃপক্ষের আশঙ্কা, এ ধরনের কর্মসূচির কারণে ওই রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই কর্মসূচি বাতিলে বিজেপির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিভেদ সৃষ্টির জন্য প্রজাতন্ত্র দিবসকে ব্যবহার করা উচিত নয়।
এ ব্যাপারে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, বিজেপির পতাকা উত্তোলন কর্মসূচি বন্ধ করতে বাধ্য হয়েছেন তিনি। কারণ এতে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা উসকানি পাবে।
বিজেপির শীর্ষস্থানীয় নেতা সুষমা স্বরাজ, অরুণ জেটলি ও অনন্ত কুমার একটি ভাড়াকরা বিমানে গত সোমবার বিকেলে জম্মু পৌঁছান।
No comments