১২ সোমালি জলদস্যুকে বিচারের মুখোমুখি করার ঘোষণা
এডেন উপসাগর ও আরব সাগর থেকে আটক ১২ সোমালি জলদস্যুকে বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। গতকাল মঙ্গলবার দুটি দেশের এই ঘোষণার প্রশংসা করে নৌ কর্মকর্তারা বলেছেন, জলদস্যুদের বিচারের ঘোষণায় পূর্ব আফ্রিকা থেকে জাহাজ অপহরণ কমে যাবে।
এডেন উপসাগর থেকে আটক সাত এবং আরব সাগর থেকে আটক পাঁচজন সোমালি জলদস্যুকে বিচারের আওতায় আনা হচ্ছে। মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটি পৃথক খবরে এ কথা জানিয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জাহিদ হামিদি গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, উদ্ধার করা জাহাজ ‘এমটি বাঙ্গা লরেল’ থেকে ২৩ জন নাবিকসহ সাত জলদস্যুকে আটক করা হয়েছে। গত শুক্রবার এডেন উপসাগরে একটি তেলবাহী জাহাজ উদ্ধার করতে গিয়ে মালয়েশীয় সেনারা তাদের আটক করেন।
এডেন উপসাগর থেকে আটক সাত এবং আরব সাগর থেকে আটক পাঁচজন সোমালি জলদস্যুকে বিচারের আওতায় আনা হচ্ছে। মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটি পৃথক খবরে এ কথা জানিয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জাহিদ হামিদি গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, উদ্ধার করা জাহাজ ‘এমটি বাঙ্গা লরেল’ থেকে ২৩ জন নাবিকসহ সাত জলদস্যুকে আটক করা হয়েছে। গত শুক্রবার এডেন উপসাগরে একটি তেলবাহী জাহাজ উদ্ধার করতে গিয়ে মালয়েশীয় সেনারা তাদের আটক করেন।
No comments