সাত বিশিষ্ট ব্যক্তি তৃণমূল কংগ্রেসের মনোনয়ন চান
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে এবার তৃণমূল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন কলকাতার অন্তত সাতজন বিশিষ্ট ব্যক্তি। দলীয় সূত্রে এ কথা জানা গেছে।
২০০৯ সালের লোকসভা নির্বাচন এবং ২০১০ সালে রাজ্যের বিভিন্ন পৌরসভা নির্বাচনের সময় এই বিশিষ্ট ব্যক্তিরা পশ্চিমবঙ্গের শাসকজোট বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলনে নেমে ‘পরিবর্তন চাই’ স্লোগান তোলেন। রাজ্যের সাধারণ মানুষ ওই ডাকে সাড়া দেওয়ায় বিপুল বিজয় পায় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস।
দলীয় সূত্র জানায়, এবার তৃণমূলের মনোনয়ন পাওয়ার দৌড়ে আছেন নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, ব্রাত্যবসু, সংগীতশিল্পী নচিকেতা, অভিনেত্রী দেবশ্রী রায়, শিক্ষাবিদ সুনন্দ সান্যাল, সাবেক আইএএস আমলা দেবব্রত বন্দ্যোপাধ্যায় ও শ্রমিকনেতা পূর্ণেন্দু বসু।
২০০৯ সালের লোকসভা নির্বাচন এবং ২০১০ সালে রাজ্যের বিভিন্ন পৌরসভা নির্বাচনের সময় এই বিশিষ্ট ব্যক্তিরা পশ্চিমবঙ্গের শাসকজোট বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলনে নেমে ‘পরিবর্তন চাই’ স্লোগান তোলেন। রাজ্যের সাধারণ মানুষ ওই ডাকে সাড়া দেওয়ায় বিপুল বিজয় পায় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস।
দলীয় সূত্র জানায়, এবার তৃণমূলের মনোনয়ন পাওয়ার দৌড়ে আছেন নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, ব্রাত্যবসু, সংগীতশিল্পী নচিকেতা, অভিনেত্রী দেবশ্রী রায়, শিক্ষাবিদ সুনন্দ সান্যাল, সাবেক আইএএস আমলা দেবব্রত বন্দ্যোপাধ্যায় ও শ্রমিকনেতা পূর্ণেন্দু বসু।
No comments