নেতাকে চড় মারা নেপালির জন্য জনসমর্থন
নেপালের এক রাজনীতিকের গালে চড় মারা দেবীপ্রসাদ রেগমি (৫৫) ইন্টারনেটে ব্যাপক জনসমর্থন পেয়েছেন। তাঁর নামে ইন্টারনেটে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। www.deviprasadregmi.info ঠিকানার এ ওয়েবসাইটে তাঁর সমর্থনে শত শত নেপালি শুভাকাঙ্ক্ষী খুদে বার্তাও পাঠিয়েছেন।
দেবীপ্রসাদ গত বৃহস্পতিবার ইউএমএল (ইউনাইটেড মার্ক্সিস্ট অ্যান্ড লেনিনিস্ট) পার্টির চেয়ারম্যানের মুখে চড় মারেন। পরে দেবীপ্রসাদ সাংবাদিকদের বলেন, আকস্মিকভাবে ক্ষিপ্ত হয়ে তিনি ওই কাণ্ড করেছেন। ঘটনার পর তাঁকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।
ওয়েবসাইটের পোস্টালে এক ব্যক্তি লিখেন, ‘দেবীপ্রসাদ নেপালের বরপুত্র।’ এ ছাড়া সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের ওয়ালে অপর এক ব্যক্তি লিখেছেন, ‘দেবীপ্রসাদ তিন কোটি নেপালির জন্যই কাজটি করেছেন।’
ছয় মাস ধরে নেপালে কোনো সরকার নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের কারণে পার্লামেন্টে ১৬ দফা ভোট গ্রহণের পরও দেশটির নেতা নির্বাচন করা সম্ভব হয়নি। এ কারণে দেশটির জনগণের মধ্যে চরম রাজনৈতিক অসন্তোষ বিরাজ করছে।
দেবীপ্রসাদ গত বৃহস্পতিবার ইউএমএল (ইউনাইটেড মার্ক্সিস্ট অ্যান্ড লেনিনিস্ট) পার্টির চেয়ারম্যানের মুখে চড় মারেন। পরে দেবীপ্রসাদ সাংবাদিকদের বলেন, আকস্মিকভাবে ক্ষিপ্ত হয়ে তিনি ওই কাণ্ড করেছেন। ঘটনার পর তাঁকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।
ওয়েবসাইটের পোস্টালে এক ব্যক্তি লিখেন, ‘দেবীপ্রসাদ নেপালের বরপুত্র।’ এ ছাড়া সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের ওয়ালে অপর এক ব্যক্তি লিখেছেন, ‘দেবীপ্রসাদ তিন কোটি নেপালির জন্যই কাজটি করেছেন।’
ছয় মাস ধরে নেপালে কোনো সরকার নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের কারণে পার্লামেন্টে ১৬ দফা ভোট গ্রহণের পরও দেশটির নেতা নির্বাচন করা সম্ভব হয়নি। এ কারণে দেশটির জনগণের মধ্যে চরম রাজনৈতিক অসন্তোষ বিরাজ করছে।
No comments