মুম্বাই ইন্ডিয়ানসের কোচ হচ্ছেন কারস্টেন !
বিশ্বকাপের পর গ্যারি কারস্টেন ভারতের কোচ থাকছেন না-খবরটি পুরনো। নতুন তথ্য হচ্ছে, দক্ষিণ আফ্রিকার এই সাবেক খেলোয়াড় বিশ্বকাপের পর শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অংশ হতে পারেন। এ যাত্রায় তাঁকে কোচ বানাতে পারে ধনকুবের অনিল আম্বানির দল মুম্বাই ইন্ডিয়ানস। দলটি আইপিএলের আগেই একজন ‘কোচিং পরিচালক’ নিয়োগ দিতে যাচ্ছে। শচীন টেন্ডুলকারের সঙ্গে চমত্কার সম্পর্কই তাঁকে এই চাকরি পেতে সাহায্য করছে বলে বুধবার বার্তা সংস্থা পিটিআইয়ের এক সংবাদে জানা গেছে।তবে পুরো ব্যাপারটিই এখনো ‘সম্ভাবনা’র মধ্যে ঘুরপাক খাচ্ছে বলেই জানিয়েছে ভারতের অপর একটি পত্রিকা ‘দ্য টাইমস’। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপের পরেও কারস্টেনকে ভারতীয় দলের কোচ হিসেবে রেখে দেওয়ার ব্যাপারে আগ্রহী। এ ব্যাপারে তাঁরা কারস্টেনকে রাজি করানোরও চেষ্টা করে যাচ্ছে। কারস্টেন যদি শেষ পর্যন্ত রাজি না হন, তাহলে তাঁর আইপিএলে কোনো দলের কোচ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
No comments