ইরানে ভূমিকম্পে সাতজনের মৃত্যু
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত সোমবার রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৫।
ইরানের বার্তা সংস্থা মেহের জানায়, স্থানীয় সময় রাত ১০টা ১২ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কেরমান প্রদেশের হোসেইনাবাদ শহরের কাছে।কেরমান প্রদেশের গভর্নর ইসমাইল নজর জানান, ভূমিকম্পে প্রদেশের তিনটি গ্রাম সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে শতাধিক লোককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।কেরমান প্রদেশের প্রধান দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, ভূমিকম্পে প্রদেশের টেলিফোন-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া আক্রান্ত এলাকাগুলোর বেশির ভাগই পার্বত্য অঞ্চলে অবস্থিত। তাই সেখানে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে পড়েছে।
ইরানের বার্তা সংস্থা মেহের জানায়, স্থানীয় সময় রাত ১০টা ১২ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কেরমান প্রদেশের হোসেইনাবাদ শহরের কাছে।কেরমান প্রদেশের গভর্নর ইসমাইল নজর জানান, ভূমিকম্পে প্রদেশের তিনটি গ্রাম সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে শতাধিক লোককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।কেরমান প্রদেশের প্রধান দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, ভূমিকম্পে প্রদেশের টেলিফোন-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া আক্রান্ত এলাকাগুলোর বেশির ভাগই পার্বত্য অঞ্চলে অবস্থিত। তাই সেখানে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে পড়েছে।
No comments