ভর্তি এবার লটারিতে! by হাবিবুর রহমান তারেক ও তমাল আবদুল কাইয়ুম

কতটুকুই বা বয়স ওদের! এ বয়সেই ওদের নামতে হয় ভর্তি নামক যুদ্ধে। ক্লাসে যাওয়ার আগেই বইতে হয় বইয়ের চাপ। এ যুদ্ধে অবতীর্ণ হন অভিভাবকরাও! চিন্তাটা তাঁদেরই বেশি। ভর্তির গুরুত্ব বুঝে ওঠার মতো বয়স তো আর ওদের হয়নি! তাই সকালে ঘুম থেকে উঠেই সন্তানকে নিয়ে কোচিং, শিক্ষকদের পেছনে দৌড়ঝাঁপ। যেকোনো মূল্যে সন্তানকে ভর্তি করাতে হবে নামি স্কুলে। এ অবস্থার অবসান হওয়ার দিন এল বুঝি! প্রথম শ্রেণীতে আর ভর্তি পরীক্ষা নয়, লটারির মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করার কথা ভাবছে সরকার।
'এ পদ্ধতিতে কোমলমতি শিশুরা মানসিক চাপ থেকে রেহাই পাবে'_এমন যুক্তি দেখানো হলেও অনেক অভিভাবকই সন্তানদের ভর্তির বিষয়টাকে লটারির ওপর ছেড়ে দিতে রাজি নন। তাঁদের কথা, ভর্তির মানদণ্ড তো আর লটারি হতে পারে না!
 
লটারি পদ্ধতি কেন
শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী লটারি পদ্ধতি সমর্থন করলেও তা যুগোপযোগী হওয়া উচিত বলে মনে করেন। তাঁর মতে, লটারির আগে মৌখিক বা সহজ সাক্ষাৎকারের মাধ্যমে প্রাথমিকভাবে তুলনামূলক যোগ্য শিক্ষার্থীদের বাছাই করতে হবে। এর পর তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী নির্বাচন করা যেতে পারে।
তিনি মনে করেন, 'শিশুদের ভর্তির ব্যাপারে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা তাদের মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।' স্কুলে আসনসংখ্যা বৃদ্ধির ব্যাপারে তিনি জোর দেন।
শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, 'ভর্তি পরীক্ষার মাধ্যমে কার্যত শিশুকে যুদ্ধের মাঠে পাঠানো হয়।' লটারির পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, 'ভর্তি কোচিং করতে যে টাকা খরচ হয়, তা সব পরিবার মেটাতে পারে না। কিন্তু লটারি পদ্ধতিতে অসচ্ছল পরিবারের শিশুরাও ভর্তি হতে পারবে।'
রাজধানীর প্রথম সারির কয়েকটি বেসরকারি স্কুলে আগে থেকেই লটারি পদ্ধতি চালু আছে। এবার এ পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকারি স্কুলগুলোও। কিছুদিন আগে রাজধানীর ২৪টি সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারির উপস্থিতিতে বৈঠক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সেখানে নীতিগতভাবে লটারি পদ্ধতি সমর্থন করেছেন উপস্থিত অনেকেই। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ বলেন, 'বৈঠকের পর প্রাথমিকভাবে আমরা ভর্তি নীতিমালাবিষয়ক একটি সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এ সুপারিশে বৈঠকে লটারিতে ভর্তির পক্ষে দেওয়া বিভিন্ন মতামতও আছে। মন্ত্রণালয় ভেবেচিন্তে সবার পরামর্শ নিয়েই একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।' অভিভাবকদের বিরোধিতার ব্যাপারে তিনি বলেন, 'অনেক অভিভাবকের আশঙ্কা, ভর্তি পরীক্ষায় হয়তো তাঁর সন্তান টিকবে এবং লটারিতে বাদ পড়বে। তাই তাঁরা বিষয়টিকে সহজভাবে নিতে পারছেন না।'
লটারিকে 'হ্যাঁ' বলল ভিকারুননিসা
ভর্তি পরীক্ষার পরিবর্তে প্রথমবারের মতো লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার ঘোষণা দেয় রাজধানীর খ্যাতনামা বিদ্যাপীঠ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হোসনে আরা বেগম বলেন, 'শিশুদের মানসিক চাপ কমানোর লক্ষ্যে গভর্নিং বডি লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নেয়। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আগে দেখা যেত অন্য স্কুলের দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী এসে প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা দিচ্ছে, তাদের অনেকে নির্বাচিতও হতো। প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার উপযুক্ত শিশুটি দ্বিতীয় কিংবা তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থীর সঙ্গে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সুযোগ পাবে না_এটাই স্বাভাবিক। কিন্তু এখন আর সে সুযোগ থাকছে না।'
তিনি আরো জানান, জন্মনিবন্ধন সনদ অনুযায়ী পাঁচ থেকে সাত বছর বয়স এবং অন্য কোনো স্কুলের শিক্ষার্থী নয়_এমন শিশুরাই প্রথম শ্রেণীতে ভর্তির যোগ্য। ফরম সংগ্রহ করা শিক্ষার্থীদের একটি সাক্ষাৎকার নেওয়া হবে। এখানে তাদের অতি সাধারণ কিছু প্রশ্ন করা হবে। এর পর ভর্তির আবেদন ফরমে উলি্লখিত রোল অনুযায়ী প্রকাশ্যে লটারি করা হবে। তিনি বলেন, 'লটারির মঞ্চে আমাদের শিক্ষক ও পরিচালনা কমিটির কেউ থাকবেন না। লটারি স্বচ্ছতার সঙ্গেই হবে।'
যেমনটি চাই
শিক্ষা মন্ত্রণালয়ের 'জাতীয় শিক্ষানীতি ২০১০'-এর 'শিক্ষার্থী ভর্তি'বিষয়ক নীতিমালায় বলা হয়েছে_'নীতিগতভাবে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচনী পরীক্ষা থাকবে না, তবে যেসব বিদ্যালয়ে আসনসংখ্যার চেয়ে ভর্তীচ্ছু শিক্ষার্থী বেশি হবে সেসব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে।'
জাতীয় শিক্ষানীতির কোথাও লটারির কথা বলা হয়নি। এ বিষয়ে নভেম্বরে একটি নীতিমালা প্রণয়নের কথা বলা হলেও এ পর্যন্ত তা করা হয়নি। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহদাৎ হোসেন খান বলেন, 'প্রথম শ্রেণীতে লটারিতে ভর্তি পরীক্ষা হবে কি না এটা এখন বলা যাচ্ছে না। কারণ মন্ত্রণালয় থেকে এখনো চূড়ান্ত কোনো নির্দেশনা পাইনি।'
বিষয়টি চূড়ান্ত হওয়ার আগেই এ নিয়ে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নোহা নামের ছাত্রীর অভিভাবক আশঙ্কা প্রকাশ করেন_এ পদ্ধতিতে কম মেধাবী বা অযোগ্য শিক্ষার্থীরা ভাগ্যগুণে ভালো স্কুলে ভর্তি হতে পারবে, এতে নামকরা স্কুল গুণগতমান হারাবে। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে ভর্তি হতে আসা তানহা নামের এক শিশুর মা মনে করেন, এ পদ্ধতির অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বিষয়টিকে উড়িয়ে দেওয়া যায় না। এ বিষয়ে অবশ্যই সরকারের নজরদারি থাকা উচিত।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান জানান, এ লটারি পদ্ধতিতে বেশির ভাগ শিক্ষকই সমর্থন দিয়েছেন।
মেয়ের জন্য ভিকারুননিসা স্কুলে প্রথম শ্রেণীর ভর্তি ফরম কিনতে এসেছিলেন মো. রকিবউদ্দিন। তিনি বলেন, 'অন্তত কোচিং বাণিজ্যটা বন্ধ হবে।' রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল থেকে ফরম নেওয়া অভিভাবক আশরাফ উদ্দিন লটারি পদ্ধতিকে সমর্থন করলেও 'কারচুপি' হতে পারে বলে সন্দেহ পোষণ করেন।
লটারি পদ্ধতি চালু আছে যেসব স্কুলে
অনেক আগে থেকে এ পদ্ধতি চলে আসছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, হলিক্রস, ওয়াইডবি্লউসিএ ও হারমেন মেইনার স্কুলে। অভিভাবকদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কারণেই এ পদ্ধতির পরিবর্তন হয়নি, এমনই দাবি এসব স্কুল কর্তৃপক্ষের। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন বলেন, 'আমরা ১৯৭৬ সাল থেকে এ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করাচ্ছি। অভিভাবকদের আপত্তি থাকলে এত বছর ধরে এ পদ্ধতি চালু রাখা সম্ভব ছিল না।' সব স্কুলে লটারি পদ্ধতি চালু করা দরকার বলে তিনি মত দেন।
হলিক্রস স্কুলের অফিস সহকারী প্রদীপ রোজারিও জানান, হলিক্রসই প্রথম স্কুল, যেখানে লটারি পদ্ধতি সর্বপ্রথম চালু করে। তবে এ লটারি সবার উপস্থিতিতে হয় না, স্কুল পরিচালনা পর্ষদই তা পরিচালনা করে।
==========================
আলোচনা- 'পেট্রোবাংলার ভূমিকা এবং কিছু প্রশ্ন' by ড. এম শামসুল আলম  আন্তর্জাতিক- 'যুক্তরাষ্ট্রের ইরাকনীতি ইরানকে বিজয়ী করছে' by ফয়সাল আমিন ইস্ত্রাবাদি  আলোচনা- 'ইভ টিজিং : দায়ী কে?' by ফখরে আলম  কল্প গল্প- '...আজব খাওয়া, ভোজ কয় যাহারে!' by আলী আলী হাবিব  রাজনৈতিক আলোচনা- ''উচিত কথায় ননদ বেজার, গরম ভাতে ভাতে বিলাই (বিড়াল)' by আবদুল গাফ্‌ফার চৌধুরী  প্রকৃতি- 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃক্ষশত্রু' by মেহেদী উল্লাহ  ইতিহাস- 'ইতিহাসে মওলানা ভাসানীর আসন' by সৈয়দ আবুল মকসুদ  ইতিহাস- 'টিকে থাকুক ‘টেগর লজ’' by আশীষ-উর-রহমান  আলোচনা- 'কর্মশক্তি ও টাকার অপচয়!' by রোজিনা ইসলাম  রাজনৈতিক আলোচনা- 'আশির দশকে রাজনীতির গুণগত পরিবর্তন' by আবুল কাসেম ফজলুল হক  আলোচনা- 'বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আকাশচুম্বী' by ড. নিয়াজ আহম্মেদ  ইতিহাস- 'প্রত্যন্ত জনপদে ইতিহাস-সঙ্গী হয়ে' by সাযযাদ কাদির  আন্তর্জাতিক- 'জাতিসংঘ বনাম যুক্তরাষ্ট্র' by শহিদুল শহিদুল ইসলাম  গল্পালোচনা- 'দেখেছি তার কালো হরিণ চোখ?' by মহসীন মহসীন হাবিব  স্বাস্থ্য আলোচনা- 'প্রসূতিসেবায় পিছিয়ে দেশ' by শেখ সাবিহা আলম  রাজনৈতিক আলোচনা- 'বন্দিত কান্না, নিন্দিত হরতাল আর রাজকীয় অশ্রুপাতের গল্প' by ফারুক ওয়াসিফ  খবর- উত্তর কোরিয়ার নতুন পরমাণু প্ল্যান্ট দেখে 'তাজ্জব' মার্কিন বিজ্ঞানীরা


কালের কন্ঠ এর সৌজন্যে
লেখকঃ হাবিবুর রহমান তারেক ও তমাল আবদুল কাইয়ুম


এই ফিচার'টি পড়া হয়েছে...
free counters

No comments

Powered by Blogger.