ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়তে ন্যাটো ও রাশিয়া একমত
একসময়ের চরম শত্রুভাবাপন্ন দুই শক্তি রাশিয়া ও ন্যাটো ইউরোপের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং আফগানিস্তানসহ অন্যান্য নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। লিসবনে সদ্যসমাপ্ত ন্যাটো সম্মেলনে তারা এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়।
২০০৮ সালে রাশিয়া জর্জিয়ায় সামরিক অভিযান চালানোর পর ন্যাটো ও রাশিয়ার সম্পর্কের মধ্যে যে শীতল সম্পর্কের সূচনা হয়, এর মাধ্যমে তা কিছুটা হলেও উষ্ণ হয়েছে বলে মনে করা হচ্ছে।
সম্মেলনে গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ইউরোপে সমন্বিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে ন্যাটো যে উদ্যোগ নিয়েছে, তাতে তাঁদের পূর্ণ সমর্থন থাকবে। মেদভেদেভ বলেন, সব বিরোধ অতিক্রম করে তাঁরা একটি সহযোগিতামূলক অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
প্রস্তাবিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় মধ্যপ্রাচ্য থেকে ছোড়া যেকোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব হবে। ইরানের দিক থেকে এ ধরনের হামলা এলে সহজেই তা যাতে ঠেকানো যায়, সেজন্যই এ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
২০০৮ সালে রাশিয়া জর্জিয়ায় সামরিক অভিযান চালানোর পর ন্যাটো ও রাশিয়ার সম্পর্কের মধ্যে যে শীতল সম্পর্কের সূচনা হয়, এর মাধ্যমে তা কিছুটা হলেও উষ্ণ হয়েছে বলে মনে করা হচ্ছে।
সম্মেলনে গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ইউরোপে সমন্বিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে ন্যাটো যে উদ্যোগ নিয়েছে, তাতে তাঁদের পূর্ণ সমর্থন থাকবে। মেদভেদেভ বলেন, সব বিরোধ অতিক্রম করে তাঁরা একটি সহযোগিতামূলক অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
প্রস্তাবিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় মধ্যপ্রাচ্য থেকে ছোড়া যেকোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব হবে। ইরানের দিক থেকে এ ধরনের হামলা এলে সহজেই তা যাতে ঠেকানো যায়, সেজন্যই এ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
No comments