মুর্শিদাবাদে আলিগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ভারতের ঐতিহ্যবাহী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবঙ্গের ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি গতকাল শনিবার মুর্শিদাবাদে এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
প্রণব মুখার্জি বলেন, আগামী জানুয়ারি থেকে একটি অস্থায়ী ভবনে এই ক্যাম্পাসের কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে এর জন্য ২৫ কোটি রুপি বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।
মুর্শিদাবাদের অহিরনে ২৬০ একর জমির ওপর গড়া হচ্ছে এই ক্যাম্পাস। রাজ্য সরকার ইতিমধ্যে ওই জমি অধিগ্রহণ করেছে।
২০০৭ সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ক্যাম্পাস গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মুর্শিদাবাদ ছাড়া বাকি চারটি ক্যাম্পাস গড়া হচ্ছে কেরালার মাল্লাপুরম, মধ্যপ্রদেশের ভোপাল, বিহারের কাটিহার ও মহারাষ্ট্রের পুনেতে।
প্রণব মুখার্জি বলেন, আগামী জানুয়ারি থেকে একটি অস্থায়ী ভবনে এই ক্যাম্পাসের কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে এর জন্য ২৫ কোটি রুপি বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।
মুর্শিদাবাদের অহিরনে ২৬০ একর জমির ওপর গড়া হচ্ছে এই ক্যাম্পাস। রাজ্য সরকার ইতিমধ্যে ওই জমি অধিগ্রহণ করেছে।
২০০৭ সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ক্যাম্পাস গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মুর্শিদাবাদ ছাড়া বাকি চারটি ক্যাম্পাস গড়া হচ্ছে কেরালার মাল্লাপুরম, মধ্যপ্রদেশের ভোপাল, বিহারের কাটিহার ও মহারাষ্ট্রের পুনেতে।
No comments