তারকা কয়েল
গুয়াংজু থেকে ঢাকা ঘুরে আবার গুয়াংজু পৌঁছাচ্ছে সেই আলোচিত ইলেকট্রনিক মশার কয়েল। কয়েলের কপাল বটে! জড় পদার্থ না হলে এই কয়েলকে বলতে হতো ১৬তম এশিয়ান গেমসের অন্যতম তারকা! বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে কয়েলটি জমা দিয়েছেন ফজলুর রহমান (বাবুল)। আগামীকাল কারাতে দল এশিয়ান গেমস ভেন্যুতে আসার সময় ওটা নিয়ে আসছে। বাফুফে সদস্য ফজলুর রহমান বিওএর প্রতিনিধি হিসেবে এশিয়ান গেমস-পল্লিতে ছিলেন। তিনি ঢাকা ফিরে যাওয়ার পর আয়োজকেরা অভিযোগ তোলে, ফজলুর রহমানের কক্ষে থাকা ইলেকট্রনিক মশার কয়েল পাওয়া যাচ্ছে না। এ জন্য বাংলাদেশকে ৩০ আরএমবি (বাংলাদেশি টাকায় ৩০০ টাকার ওপরে) জরিমানা করা হয়। জরিমানার ঘটনায় বাংলাদেশ পড়ে যায় লজ্জায়। ফজলুর রহমান জানান, ভুলে তিনি ওটা নিয়ে গেছেন দেশে। ভুল, শুদ্ধ—যা-ই হোক, গেমসে এসে এভাবে জরিমানা দেওয়ায় দেশের মান-মর্যাদাতেই টান পড়েছে!
No comments