হাইতির প্রধান কারাগারেও ছড়িয়ে পড়েছে কলেরা
হাইতিতে মহামারি আকারে দেখা দেওয়া কলেরার প্রকোপ এবার ছড়িয়ে পড়েছে দেশটির সর্ববৃহৎ কারাগারেও। বিবিসি অনলাইন জানিয়েছে, কলেরায় আক্রান্ত হয়ে গত কয়েক দিনে রাজধানী পোর্ট অ প্রিন্সের কারাগারে ১৩ জন বন্দী মারা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইতির কারাপ্রধান জ্যা রোল্যান্ড সেলিসটিন জানিয়েছেন, কলেরায় আরও ৩০ বন্দী আক্রান্ত হয়েছে। তিনি কারাগারের পরিস্থিতিকে ‘মারাত্মক’ হিসেবে অভিহিত করেন।
হাইতির কারা কর্মকর্তারা আশঙ্কা করছেন, ধারণক্ষমতার অতিরিক্ত কারাবন্দী থাকায় পোর্ট অ প্রিন্সের এ কারাগারে কলেরায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারাগারটিতে বর্তমানে প্রায় দুই হাজার বন্দী রয়েছে।
গত অক্টোবর মাসের শেষের দিকে হাইতিতে মহামারি আকারে কলেরা ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত কলেরায় আক্রান্ত হয়ে সে দেশের এক হাজার ২০০ লোক প্রাণ হারিয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়েছে ১৯ হাজারেরও বেশি লোক।
এদিকে সাহায্য সংস্থাগুলো বলছে, হাইতির এ বিপদে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার পরিমাণ খুবই অপর্যাপ্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইতির কারাপ্রধান জ্যা রোল্যান্ড সেলিসটিন জানিয়েছেন, কলেরায় আরও ৩০ বন্দী আক্রান্ত হয়েছে। তিনি কারাগারের পরিস্থিতিকে ‘মারাত্মক’ হিসেবে অভিহিত করেন।
হাইতির কারা কর্মকর্তারা আশঙ্কা করছেন, ধারণক্ষমতার অতিরিক্ত কারাবন্দী থাকায় পোর্ট অ প্রিন্সের এ কারাগারে কলেরায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারাগারটিতে বর্তমানে প্রায় দুই হাজার বন্দী রয়েছে।
গত অক্টোবর মাসের শেষের দিকে হাইতিতে মহামারি আকারে কলেরা ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত কলেরায় আক্রান্ত হয়ে সে দেশের এক হাজার ২০০ লোক প্রাণ হারিয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়েছে ১৯ হাজারেরও বেশি লোক।
এদিকে সাহায্য সংস্থাগুলো বলছে, হাইতির এ বিপদে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার পরিমাণ খুবই অপর্যাপ্ত।
No comments