২০১৪ সালের পর আফগানিস্তানে বিদেশি সেনারা অভিযানে অংশ নেবেন না
আফগানিস্তানে ২০১৪ সালের পর বিদেশি সেনারা কোনো অভিযানে অংশ নেবেন না। গতকাল শনিবার পর্তুগালের রাজধানী লিসবনে এ-সংক্রান্ত একটি পরিকল্পনা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ও ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন এতে স্বাক্ষর করেন।
ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন বলেন, ‘আফগানিস্তানে ২০১৪ সালের পর বিদেশি সেনারা কোনো অভিযানে অংশ নেবেন না। আমরা একটি প্রক্রিয়া শুরু করেছি। এই প্রক্রিয়ার মাধ্যমে আফগান জনগণ নিজেরাই তাদের দেশ পরিচালনার অধিকার পাবে।’
তিনি বলেন, আফগান সেনারা আগামী বছরের শুরুতে কয়েকটি জেলার নিরাপত্তার দায়িত্ব নেবেন। ধীরে ধীরে তাঁরা পুরো দেশের দায়িত্ব নেবেন। বিষয়টি নিয়ে আফগান সেনারা আলোচনা শুরু করেছেন।
রাসমুসেন জানান, ২০১৪ সালের শেষ নাগাদ আফগান সেনারা পুরো দেশের নিরাপত্তার দায়িত্ব নেবেন বলে পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে প্রয়োজন হলে সেখানে তাঁরা সহায়কের ভূমিকা পালন করবেন বলে জানান।
ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন বলেন, ‘আফগানিস্তানে ২০১৪ সালের পর বিদেশি সেনারা কোনো অভিযানে অংশ নেবেন না। আমরা একটি প্রক্রিয়া শুরু করেছি। এই প্রক্রিয়ার মাধ্যমে আফগান জনগণ নিজেরাই তাদের দেশ পরিচালনার অধিকার পাবে।’
তিনি বলেন, আফগান সেনারা আগামী বছরের শুরুতে কয়েকটি জেলার নিরাপত্তার দায়িত্ব নেবেন। ধীরে ধীরে তাঁরা পুরো দেশের দায়িত্ব নেবেন। বিষয়টি নিয়ে আফগান সেনারা আলোচনা শুরু করেছেন।
রাসমুসেন জানান, ২০১৪ সালের শেষ নাগাদ আফগান সেনারা পুরো দেশের নিরাপত্তার দায়িত্ব নেবেন বলে পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে প্রয়োজন হলে সেখানে তাঁরা সহায়কের ভূমিকা পালন করবেন বলে জানান।
No comments