মৃতের সংখ্যা ২৮৩
ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে এ পর্যন্ত ২৮৩ জনের প্রাণহানি ঘটেছে। অগ্ন্যুৎপাতের ফলে দুই লাখ ৭০ হাজারের বেশি লোক গৃহহীন হয়ে এখনো অস্থায়ী আশ্রয়শিবিরে অবস্থান করছে। গত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে মাউন্ট মেরাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রত্নাসারি বলেন, ‘মাউন্ট মেরাপির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা ২৭৫ থেকে বেড়ে ২৮৩ জনে দাঁড়িয়েছে। দুই লাখ ৭০ হাজারের বেশি লোক এখনো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন মারা গেছেন এবং আগ্নেয়গিরির চারপাশ থেকে আরও লাশ উদ্ধার করা হয়েছে।’
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রত্নাসারি বলেন, ‘মাউন্ট মেরাপির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা ২৭৫ থেকে বেড়ে ২৮৩ জনে দাঁড়িয়েছে। দুই লাখ ৭০ হাজারের বেশি লোক এখনো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন মারা গেছেন এবং আগ্নেয়গিরির চারপাশ থেকে আরও লাশ উদ্ধার করা হয়েছে।’
No comments