নীলফামারীতে ব্যাডমিন্টন খেলার প্রসারে শোভাযাত্রা
মাদকমুক্ত পরিবেশ তৈরি ও ব্যাডমিন্টন খেলাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ১৬ মে নীলফামারীর ডোমার উপজেলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলার শহীদ ধীরাজ-মিজার স্মৃতি পাঠাগার থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ডোমার উপজেলা চত্বরে।
ব্যাডমিন্টন কোচ ও ডিবিসিসির পরিচালক আবু আসাদ মো. মামুন মাহদীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, ভাইস চেয়ারম্যান মো. আবদুল জব্বার, ডিবিসিসির প্রতিষ্ঠাতা সদস্য এ এস এম মোহসীন সাজ্জাদ চৌধুরী, ডেইজি নাজনীন মাশরাফি, রংপুর ক্যাডেট একাডেমির ডোমার পৌর শাখার অধ্যক্ষ মো. কবির আহমেদ, ক্রীড়াবিদ মোহাম্মদ এনামুল হক প্রমুখ।
ব্যাডমিন্টন কোচ ও ডিবিসিসির পরিচালক আবু আসাদ মো. মামুন মাহদীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, ভাইস চেয়ারম্যান মো. আবদুল জব্বার, ডিবিসিসির প্রতিষ্ঠাতা সদস্য এ এস এম মোহসীন সাজ্জাদ চৌধুরী, ডেইজি নাজনীন মাশরাফি, রংপুর ক্যাডেট একাডেমির ডোমার পৌর শাখার অধ্যক্ষ মো. কবির আহমেদ, ক্রীড়াবিদ মোহাম্মদ এনামুল হক প্রমুখ।
No comments