শেয়ারবাজারের সূচক নির্ণয় পদ্ধতি সংশোধনে এসইসির নির্দেশ
শেয়ারবাজারে বিদ্যমান সূচক নির্ণয় পদ্ধতি সংশোধনের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
গতকাল মঙ্গলবার এসইসির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কর্মকর্তাদের সূচক নির্ণয় পদ্ধতিসংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই স্টক এক্সচেঞ্জেরই সূচক নির্ণয় পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে এসইসি।
এসইসি সূত্র জানায়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন (আইওএসসিও) শেয়ারবাজারের সূচক নির্ণয়ের যে সূত্র প্রয়োগ করতে বলে, ডিএসই ও সিএসই কেউই তা পালন করে না।
প্রসঙ্গত, গত রোববার ‘ভুল সূচকের ওপর দাঁড়িয়ে আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল মঙ্গলবার এসইসির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কর্মকর্তাদের সূচক নির্ণয় পদ্ধতিসংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই স্টক এক্সচেঞ্জেরই সূচক নির্ণয় পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে এসইসি।
এসইসি সূত্র জানায়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন (আইওএসসিও) শেয়ারবাজারের সূচক নির্ণয়ের যে সূত্র প্রয়োগ করতে বলে, ডিএসই ও সিএসই কেউই তা পালন করে না।
প্রসঙ্গত, গত রোববার ‘ভুল সূচকের ওপর দাঁড়িয়ে আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
No comments