আফ্রিদির ইচ্ছা
পাকিস্তান দলের মতো শহীদ আফ্রিদিও আছেন অস্ট্রেলিয়াতেই। সতীর্থরা যখন অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলছেন, তিনি তখন খেলছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ‘বিগ ব্যাশ’। এর আগে এই অলরাউন্ডার বলেছিলেন, ২০০১ বিশ্বকাপের আগে টেস্ট খেলার ইচ্ছা নেই তাঁর। এবার বললেন নির্বাচকেরা চাইলে টেস্ট খেলতেও প্রস্তুত তিনি, ‘অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে, আমি কেন টেস্ট খেলছি না। ২০১১ বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টির দিকেই আমার মনোযোগ। কিন্তু নির্বাচকেরা আমাকে দলে চাইলে অবশ্যই তাঁদের না বলতে পারব না।’ ইউনুস খানকে অস্ট্রেলিয়া পাঠাতে মোহাম্মদ ইউসুফের দাবিকেও সমর্থন করেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক।
No comments