জয়েই ফেরা হেনিনের
তিনি বলেছিলেন, নতুন করে ফেরা জাস্টিন হেনিনের মধ্যে আগের চেয়েও শক্তিশালী এক খেলোয়াড়কে দেখবে টেনিস কোর্ট। সুতরাং এমনই হওয়ার কথা ছিল।
কাল ব্রিসবেন আন্তর্জাতিক টেনিসে তাঁর প্রতিযোগিতামূলক প্রত্যাবর্তন ম্যাচে দ্বিতীয় বাছাই রাশিয়ার নাদিয়া পেত্রোভা হেরে গেলেন ৭-৫, ৭-৫ গেমে। প্রথম রাউন্ডের ম্যাচটা সহজেই জিতে সাবেক বেলজিয়ান তারকা দেখিয়ে দিলেন নিজের খেলায় মরচে পড়তে তিনি দেননি। তাহলে আবার কোট কাঁপাতে আসছেন সাবেক র্যাঙ্কিং-শ্রেষ্ঠা!
ব্যাকহান্ডই তাঁর খেলার মূল শক্তির জায়গা, এতে কিছুটা আড়ষ্টতা অবশ্য ছিল। তবে প্রয়োজনীয় মুহূর্তে ঠিকই ব্রেক পয়েন্ট পেয়েছেন, উতরে গেছেন বাধা। তাঁর জয়ের দিনে জিতেছেন বেলজিয়ামের আরেক তারকা কিম ক্লাইস্টার্স, ৬-২, ৬-১ গেমে ইতালির তাতিয়ানা গারবিনের বিপক্ষে। দুজনের জয়ের ধারা অব্যাহত থাকলে দেখা যেতে পারে অল বেলজিয়ান ফাইনাল। আপাতত কোর্টে ফিরে জয় পেয়েছেন এতেই আবেগাপ্লুত হেনিন, ‘অনেক দিন অপেক্ষা করেছি এই মুহূর্তটার জন্য। শেষ পর্যন্ত কোর্টে নামলাম আমি। দর্শক... দর্শকের আচরণ সত্যিই আমার হূদয় ছুঁয়ে গেছে।’
পরশু তৃতীয় বাছাই সার্বিয়ার আনা ইভানোভিচও জিতেছেন। লড়াই করে ৭-৫, ১-৬, ৬-৩ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার ইয়েলেনা ডকিচকে।
কাল ব্রিসবেন আন্তর্জাতিক টেনিসে তাঁর প্রতিযোগিতামূলক প্রত্যাবর্তন ম্যাচে দ্বিতীয় বাছাই রাশিয়ার নাদিয়া পেত্রোভা হেরে গেলেন ৭-৫, ৭-৫ গেমে। প্রথম রাউন্ডের ম্যাচটা সহজেই জিতে সাবেক বেলজিয়ান তারকা দেখিয়ে দিলেন নিজের খেলায় মরচে পড়তে তিনি দেননি। তাহলে আবার কোট কাঁপাতে আসছেন সাবেক র্যাঙ্কিং-শ্রেষ্ঠা!
ব্যাকহান্ডই তাঁর খেলার মূল শক্তির জায়গা, এতে কিছুটা আড়ষ্টতা অবশ্য ছিল। তবে প্রয়োজনীয় মুহূর্তে ঠিকই ব্রেক পয়েন্ট পেয়েছেন, উতরে গেছেন বাধা। তাঁর জয়ের দিনে জিতেছেন বেলজিয়ামের আরেক তারকা কিম ক্লাইস্টার্স, ৬-২, ৬-১ গেমে ইতালির তাতিয়ানা গারবিনের বিপক্ষে। দুজনের জয়ের ধারা অব্যাহত থাকলে দেখা যেতে পারে অল বেলজিয়ান ফাইনাল। আপাতত কোর্টে ফিরে জয় পেয়েছেন এতেই আবেগাপ্লুত হেনিন, ‘অনেক দিন অপেক্ষা করেছি এই মুহূর্তটার জন্য। শেষ পর্যন্ত কোর্টে নামলাম আমি। দর্শক... দর্শকের আচরণ সত্যিই আমার হূদয় ছুঁয়ে গেছে।’
পরশু তৃতীয় বাছাই সার্বিয়ার আনা ইভানোভিচও জিতেছেন। লড়াই করে ৭-৫, ১-৬, ৬-৩ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার ইয়েলেনা ডকিচকে।
No comments