জাকারিয়া মৌসাবির সাজা বহাল রেখেছেন মার্কিন আদালত
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার ঘটনায় একমাত্র দোষী সাব্যস্ত আসামি জাকারিয়া মৌসাবির শাস্তি বহাল রেখেছেন মার্কিন আপিল আদালত। এই হামলার পরিকল্পনার জন্য ২০০৬ সালে মৌসাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে মৌসাবি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার ঘটনায় তিন হাজারের বেশি লোক নিহত হয়। আহত হয় আরও কয়েক হাজার।
মৌসাবি তাঁর সাজার বিরুদ্ধে ভার্জিনিয়ার আপিল আদালতে আবেদন করেছিলেন। তিনি তাঁর সাজাকে অবৈধ বলে আদালতকে জানান। মৌসাবি দাবি করেন, এ মামলার বিচারকালে যুক্তরাষ্ট্র সরকার কিছু বিশেষ প্রমাণ আদালতে উপস্থাপনে ব্যর্থ হয়েছে। এতে করে তিনি নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পাননি।
আপিল আদালতের তিনজন বিচারকের প্যানেল গত সোমবার তাঁদের দেওয়া রায়ে বলেন, ‘শাস্তির বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন মৌসাবি। কিন্তু আমরা তাঁর আগের সাজাই বহাল রাখলাম।’
মৌসাবি তাঁর সাজার বিরুদ্ধে ভার্জিনিয়ার আপিল আদালতে আবেদন করেছিলেন। তিনি তাঁর সাজাকে অবৈধ বলে আদালতকে জানান। মৌসাবি দাবি করেন, এ মামলার বিচারকালে যুক্তরাষ্ট্র সরকার কিছু বিশেষ প্রমাণ আদালতে উপস্থাপনে ব্যর্থ হয়েছে। এতে করে তিনি নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পাননি।
আপিল আদালতের তিনজন বিচারকের প্যানেল গত সোমবার তাঁদের দেওয়া রায়ে বলেন, ‘শাস্তির বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন মৌসাবি। কিন্তু আমরা তাঁর আগের সাজাই বহাল রাখলাম।’
No comments